শিরোনাম
২০২৫ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় ৫-জি বাজার হবে চীন
প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ১১:৩১
২০২৫ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় ৫-জি বাজার হবে চীন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ৫-জি বাজার চীন হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন ( জিএসএমএ) এবং গ্লোবাল টিডি-এলটিই ইনিশিয়েটিভ (জিটিআই)।


প্রতিবেদন অনুসারে, ওই সময়ের মধ্যে ৪৩ কোটি ৫-জি সংযোগের পরিকল্পনা করছে দেশটি। ৫-জি সংযোগের সংখ্যাটা বিশ্বের মোট সংযোগের এক তৃতীয়াংশ। ২০২০ সালের মধ্যে বড় পরিসরে বাণিজ্যিকভাবে ৫-জি চালুর উদ্দেশ্যে একটি নেটওয়ার্ক স্থাপনের কৌশলও রয়েছে।


চীনে বর্তমানে তিনটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রয়েছে। তারা সবাই কয়েক বছরের পরিকল্পনার অংশ হিসেবে ৫-জি নিয়ে পরীক্ষা চালাচ্ছে।


বেইস স্টেশনের দিক থেকে ৫-জি নেটওয়ার্কে চীনের প্রাক-বাণিজ্যিক ও বাণিজ্যিক উদ্যোগ বিশ্বের সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এ প্রসঙ্গে জিএসএমএ-এর মহাপরিচালক ম্যাটস গ্র্যানইয়ার্ড বলেন, ‌ ‘৫-জি খাতে চীনের নেতৃত্বস্থানীয় ভূমিকায় দ্রুত অবকাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে সরকার ও প্রতিষ্ঠানগুলো কাজ করছে।’ সূত্র: শিনহুয়া।


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com