শিরোনাম
চমক নিয়ে আসছে ‘ওয়ানপ্লাস৬ রেড’ ভার্সন
প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১৮:০৬
চমক নিয়ে আসছে  ‘ওয়ানপ্লাস৬ রেড’  ভার্সন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিডনাইট ব্ল্যাক ও মিরর ব্ল্যাক কালারে ওয়ানপ্লাস৬ স্মার্টফোন বাজারে ছাড়ার পর একে একে ওয়ানপ্লাস৬ মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান এবং সিল্ক হোয়াইট লিমিটেড এডিশানের ফোন বাজারে নিয়ে এসেছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ানপ্লাস।


অ্যান্ড্রয়েড ৮.১ সিস্টেমে চালিত স্মার্টফোনটিতে রয়েছে ৬.২৮ ইঞ্চির ডিসপ্লে, কোয়ালকম এসডিএম৮৪৫ ও স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর।


ছবি তোলার জন্য পেছনে ১৬ ও ২০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরার সঙ্গে সামনে রয়েছে ১৬ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা।


১২৮ বা ২৫৬জিবি অভ্যন্তরীণ স্টোরেজের সঙ্গে রাখা হয়েছে ৮জিবি র‍্যাম আর ৬৪জিবি অভ্যন্তরীণ স্টোরেজের সঙ্গে আছে ৬জিবি র‍্যাম।



জানা গেছে, শুরুতে ভারত আর উত্তর আমেরিকার বাজারে এই মডেলটি আনা হবে। ১০ জুলাই থেকে ফোনটি বিক্রির জন্য মার্কিন বাজারে ছাড়া হবে। পরবর্তীতে ইউরোপের বাজারেও এটি ছাড়া হবে।


আমেরিকার বাজারে ১২৮জিবি স্টোরেজ আর ৮জিবি র‍্যামের এই মডেলের দাম ধরা হবে ৫৭৯ মার্কিন ডলার।


১৭ জুলাই থেকে ভারতের বাজারে ফোনটি পাওয়া যাবে। এর দাম হবে ৩৯ হাজার৯৯৯ রুপি। সূত্র: দ্য ভার্জ ও এনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com