শিরোনাম
শাওমি নোট৫ প্রোকে টেক্কা দেবে গ্যালাক্সি অন৬
প্রকাশ : ০২ জুলাই ২০১৮, ১৭:৫২
শাওমি নোট৫ প্রোকে টেক্কা দেবে গ্যালাক্সি অন৬
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শাওমি নোট ৫ প্রোকে টেক্কা দিতে ভারতের বাজারে নতুন একটা ফোন বাজারে আনল দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বের বৃহৎ মোব‍াইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটির মডেল গ্যালাক্সি অন৬।


অ্যাড্রয়েন্ড ৮.০ অপারেটিংস সিস্টেমে চালিত ৫.৬ ইঞ্চির এর ফোনটিতে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস সুপার অ্যামোলেড ১৮.৫:৯ অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে।



গ্যালাক্সি অন ৬ স্মার্টফোনটিতে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তুলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুইটি ক্যামেরার সাথে একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। ফ্রন্ট ক্যামেরায় থাকছে ফেস আনলক ফিচার।


এতে থাকছে ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।


ভারতের বাজারে ফোনটি ১৪ হাজার ৪৯০ রুপিতে পাওয়া যাবে। আগামী ৫ জুলাই থেকে বিক্রি শুরু হবে। তবে বাংলাদেশের বাজারে ফোনটি আসবে কিনা এই সর্ম্পকে এখনো জানা যায়নি। সূত্র: এনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com