শিরোনাম
আইডিবিতে গিগাবাইট গেমিং ফেস্ট শুরু মঙ্গলবার
প্রকাশ : ৩০ জুন ২০১৮, ১৭:৫৬
আইডিবিতে গিগাবাইট গেমিং ফেস্ট শুরু মঙ্গলবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের গেমারদের গেমিংয়ের প্রতি উৎসাহিত করতে রাজধানীর আইডিবি ভবনে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা ‘গিগাবাইট গেমিং ফেস্ট ২০১৮’। ৩ জুলাই শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ৭ জুলাই পর্যন্ত।


গিগাবাইটের উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) প্রাইভেট লিমিটেড।


শনিবার রাজধানীর আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) ভবনের অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান


সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আনাস খান। তিনি বলেন, ‘আয়োজনে পাঁচটি ইভেন্ট খেলা হবে ‘সিএস গো’ ‘কড ফোর’, ‘রেইনবো সিক্স’, ‘ফিফা ১৮’ এবং ‘এনএফএসএমডব্লিউ’। এসব গেমস খেলবেন ৫০০ শতাধিক গেমার।’


আনাস খান আরও বলেন, ‘এই গেমিং প্রতিযোগিতাটি বিসিএস কম্পিউটার সিটিতে আগত ক্রেতা ও দর্শনার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। এছড়াও মেলা চলাকালীন আইডিবি থেকে গিগাবাইট ও অরোজের পণ্য কিনলে পাবেন বিশেষ উপহার। এছাড়াও গেমিং শো চলাকালীন ফিফা ১৮ এ অংশ নেয়ার জন্য স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। থাকছে কুইজ এবং প্রদর্শনীর ব্যবস্থা।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ এবং গিগাবাইট বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরীসহ বিসিএস কম্পিউটার সিটির পরিচালনা কমিটির সদস্যরা।


সংবাদ সম্মেলনে জাফর আহমেদ বলেন, ‘দেশে গিগাবাইট গেমারদের জন্য মানসম্মত পণ্য সরবরাহ করে আসছে। এই ব্র্যান্ড্রের মাদারবোর্ড থেকে শুরু করে এখন সব পণ্যই জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও দেশের গেমারদের একটি প্লাটফর্ম তৈরি করতে নিরলসভাবে কাজ করছে গিগাবাইট। আর কমিউনিটিকে আরো এগিয়ে নিতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর জন্য আছে ৩ লাখ টাকারও বেশি পুরস্কার।’


৫ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত।



বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com