শিরোনাম
নতুন সোশ্যাল নেটওয়ার্ক ‘ভিরো’
প্রকাশ : ৩০ জুন ২০১৮, ১৫:২৯
নতুন সোশ্যাল নেটওয়ার্ক  ‘ভিরো’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতিযোগীতার ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমের সংখ্যা দিনদিন বাড়ছে। ফেসবুক, টটুইটার, ইনস্টাগ্রামের মতো আরেকটি সোশ্যাল নেটওয়ার্কের খুঁজ পাওয়া গেছে। অ্যাপটির নাম ভিরো (Vero)।


অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বর্তমানে ভিরো ডাউনলোডিংয়ের তালিকায় উপরের দিকে আছে।


বিজ্ঞাপনমুক্ত এই অ্যাপটির সাহায্যে ব্যবহারকারী ছবি শেয়ার, লিংক অ্যাড করা ইত্যাদি ছাড়াও বই, মুভি ও টিভি শো বন্ধুদের কাছে সুপারিশ করা যাবে।


এটি লঞ্চ করা হয় ২০১৫ সালে। আর এর পেছনে আছেন প্রাক্তন লেবানিজ প্রধানমন্ত্রী রাফিক হারিরির ছেলে কোটিপতি ব্যবসায়ী আইমান হারিরি।


সম্প্রতি সিএনবিসি'র সাথে এক সাক্ষাৎকারে আইমান হারিরি বলেন, ‌‘আমি অ্যাপটি চালু করেছি টুইটার ও ফেসবুকের বিজ্ঞাপনে অতিষ্ঠ মানুষদের কথা মাথায় রেখে।’


এটি অ্যাপলের ইউকে স্টোরের ডাউনলোড তালিকায় ৯৯ নম্বর থেকে এক লাফে এক নম্বরে উঠে এসে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।


এ থেকে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ব্যবহারকারীরা প্রতিষ্ঠিত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর বিকল্প খুঁজতে শুরু করেছেন। আবার কেউ কেউ অ্যাপটিকে একেবারে নিখুঁত আখ্যা দিয়ে বলেছেন, বেশি ভালো ভালো নয়!


ভিরো নিজেদেরকে এমন একটি সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে দাবি করছে যেটি ব্যবহারকারীদের নিজেই নিজের পরিচয় অনুসন্ধানের সুযোগ দেয় (that lets you be yourself) । সূত্র : টেকক্রাঞ্চ



বিবার্তা/উজ্জ্বল/গমেজ



সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com