শিরোনাম
বনভিল স্পিডমাস্টার সর্বোচ্চ গতি তুলবে ১৮৫ কিলোমিটার
প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১২:৫৯
বনভিল স্পিডমাস্টার সর্বোচ্চ গতি তুলবে ১৮৫ কিলোমিটার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন একটা বাইক বাজারে নিয়ে এলো ব্রিটেনের বাইক প্রস্তুতকারক সংস্থা ট্রাম্প। মডেল বনভিল স্পিডমাস্টার। এটি ১২০০ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন বাইক। ওজন ২৫৪ কেজি।


ইতোমধ্যেই বাইকটি আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলে দিয়েছে। অনেকটা স্কাউট ববারের মতোই দেখতে স্পিডমাস্টার। ঘণ্টায় সর্বোচ্চ গতি তুলবে ১৮৫ কিলোমিটার।


দেখতে বাইকটা তেমন স্টাইলিস না হলেও প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনভিলের ঐতিহ্যবাহী লুকটা ধরে রেখেই এর ফিচারে বেশি কিছু পরিবর্তন এনেছে।


বাইকপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে সাসপেনশন, গিয়ার, হেডলাইট থেকে শুরু করে টায়ারের ক্ষেত্রেও বেশ পরিবর্তন আনা হয়েচে। ৬ গিয়ারবিশিষ্ট বাইকটিতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল।


বিশ্বের বেস্ট সেলিং বাইকের মধ্যে রয়েছে ট্রাম্প বনভিল। স্পিডমাস্টারও বেস্ট সেলিং বাইক হবে বলেই আশা করছে ব্রিটেনের এই বাইক প্রস্তুতকারক সংস্থাটি।



স্পিডমাস্টার নামটি নতুন নয়। ২০১৫ সালে আন্তর্জাতিক বাজারে এই মডেলটি নিয়ে এসেছিল ট্রাম্প। স্পিডমাস্টার ২০১৮ সালের মডেলটি বনভিল পরিবারের সপ্তম সদস্য। এটি একটি ক্রুজার বাইক।


ট্রাম্প মূলত অ্যাডভেঞ্চার, ক্রুজার, মডার্ন ক্লাসিকস, রোডস্টার অ্যান্ড সুপারস্পোর্টস-এই ধরনের বাইক তৈরি করে থাকে।


বনভিল স্পিডমাস্টার বাইকটির দাম হবে ২০ লাখেরও বেশি। সূত্র: অটোএনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com