শিরোনাম
ফুটবল ওয়ার্ল্ড কাপের খবর জানাবে অ্যাপ
প্রকাশ : ১৮ জুন ২০১৮, ১১:১৫
ফুটবল ওয়ার্ল্ড কাপের খবর জানাবে অ্যাপ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সবার কাছে আলোচনার একটাই বিষয় কোন দল কেমন করেছে। কয়টা গোল দিয়েছে, কয়টা মিস করেছে। এখন ফুটবল বিশ্বকাপ জোয়ারে ভাসছে ফুটবলপ্রেমীরা।


ফুটবল বিশ্বকাপের আপডেট খবর জানাতে ‘ফুটবল ওয়ার্ল্ড কাপ ২০১৮’ নিয়ে একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে দেশীয় সফটওয়্যার কোম্পানি ফেন্ডোনাস লিমিটেড।


অ্যাপটির মধ্যে কী ফিচার রয়েছে আসুন এক নজরে দেখে নেয়া যাক।


-অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর করে তৈরি করা হয়েছে।


-সব খবর সবাই যাতে সহজেই জানতে পারে তাই এতে বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে।


-অ্যাপের হোম পেজেই মিলবে ফুটবল বিশ্ব কাপের নানা তথ্য ও খবর।


-অ্যাপটিতে দেখা যাবে ফুটবল খেলার লাইভ স্কোর। তবে এর জন্য ফোনে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।


-অ্যাপের মাধ্যমে জানা যাবে খেলার ফিক্সচার।খেলার সম্পূর্ণ শিডিউল পাওয়া যাবে অ্যাপের ফিক্সচার অপশনে। প্রতিটি দলের পয়েন্ট টেবিল সম্পর্কে জানা যাবে এতে।


-অ্যাপটিতে আরও জানা যাবে গ্রুপে কোন দেশ, প্রতিটি দেশের খেলোয়ারদের নানান তথ্য।


অ্যাপটি গুগল প্লেস্টোরে : https://play.google.com/store/apps/details?id=com.fendonus.www.fifaworldcup2018&rdid=com.fendonus.www.fifaworldcup2018 এই ঠিকানা থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।


অ্যাপটির নিয়ে ফেন্ডোনাস লিমিটেড ডেভেলপার সানি সুলতান জানান, ‘ফুটবল বিশ্বকাপ ২০১৮’ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটিতে প্রত্যেক ম্যাচের জন্য আলাদা করে চ্যাটরুম রাখা হয়েছে। এতে ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় দলের পক্ষ হয়ে গ্রুপ চ্যাট করতে পারবেন।


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com