শিরোনাম
‘বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরিতে অর্থায়ন করতে চায় ফ্রান্স’
প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১১:২৪
‘বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরিতে অর্থায়ন করতে চায় ফ্রান্স’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফ্রান্স সরকার বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটের জন্য অর্থায়ন করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।


মঙ্গলবার সন্ধ্যয় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের সঙ্গে এক বাজেট পরবর্তী আলোচনা সভায় এসব তথ্য জানান তিনি।


রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে বিআইজেএফের নিজস্ব অফিস উদ্বোধন শেষে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রী বলেন, ‌‌‘ফ্রান্সের একটি প্রতিনিধি দল এসেছিল। তাঁরা নিজেরাই আগ্রহী হয়ে জানিয়েছে, বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটে অর্থায়ন করতে তারা তৈরি।’


শুধু ফ্রান্স নয় আরও কয়েকটি দেশ বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটে টাকা দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মোস্তাফা জব্বার।


তিনি আরও বলেন, ‘তলাহীন ঝুড়ির দেশ বা বিশ্বভিক্ষুকের দেশে এখন বিদেশীরা টাকার থলি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে, বলে আপনাদের অমুক প্রকল্পটা আমাদের টাকাতে আমরা করে দিই। ফেরৎ পরে দিয়েন। আজও তার প্রমাণ পেলাম। স্পষ্টতই এটি এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।’


গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর মেয়াদ শেষ হবার আগেই বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণে সক্ষম হবে এবং এ ব্যাপারে প্রস্তুতি শুরু হয়ে গেছে।’


প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কার্যকর থাকার মেয়াদ ১৫ বছর তাই এই প্রক্রিয়াকে কার্যকর রাখতে আমরা সেই মেয়াদ শেষ হবার আগেই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে চাই।’


তিনি বলেন, ‘এই স্যাটেলাইট উৎক্ষেপণ অনেক সময় সাপেক্ষ তাই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির কাজ শুরু করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।’ এ বছর ১১ই মে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলীয় এমপি ফজিলাতুন্নেসা বাপ্পীর এক প্রশ্নের উত্তরে একথা বলেন।


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com