শিরোনাম
ভাঁজ করা যাবে ডেলের ডিভাইস
প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১১:৪৩
ভাঁজ করা যাবে ডেলের ডিভাইস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভাঁজ করা যাবে এমন দুই পর্দার ডিভাইস আনতে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেল।



ডেল-এর এই ডিভাইসটির সাংকেতিক নাম বলা হচ্ছে ‘জেনাস’। এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট উইনফিউচার।


উইনফিউচারের এক প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ ১০ চালিত এই ডিভাইসটিতে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫০ আর্ম প্রসেসর।


ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৭ সালের গ্রীষ্ম থেকেই এটির কাজ শুরু হয়েছে। তবে ডিভাইসটি আদৌ বাজারে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এর আগে উইন্ডোজচালিত স্মার্টফোন আনতে কাজ করছিল ডেল। পরবর্তীতে সেগুলো বাতিল করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া উন্মোচনের কয়েক সপ্তাহ আগে সারফেইস মিনি ডিভাইস তৈরির প্রকল্প বাতিল করেছে মাইক্রোসফট।


দুই পর্দার ডিভাইসগুলো ঠিক কীভাবে কাজ করবে তা এখনও স্পষ্ট নয়। এটি একইসঙ্গে মোবাইল এবং পিসির অভিজ্ঞতা দেবে কিনা তাও জানানো হয়নি।


অনেক আগে থেকেই গুজব চলে আসছে ভাঁজ করা যাবে এমন দুই পর্দার ডিভাইস আনতে কাজ করছে মাইক্রোসফট। পেটেন্ট এবং তৃতীয় পক্ষের কল্পিত নকশায় তার কিছুটা ধারণা পাওয়া গেছে। কিন্তু এখন পর্যন্ত ডিভাইসটির কোনো বাস্তব রূপ দেখা যায়নি। সূত্র : দ্য ভার্জ


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com