শিরোনাম
ইসলামিক ডিজিটাল সেবা ‘নূর’
প্রকাশ : ২৭ মে ২০১৮, ১১:৩৮
ইসলামিক ডিজিটাল সেবা ‘নূর’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের বৃহত্তম ও একটি সমন্বিত ইসলামিক ডিজিটাল সেবা ‘নূর’ আনল শীর্ষ ডিজিটাল সেবা সরবরাহকারী কোম্পানি রবি।


পবিত্র রমজান মাসে ইসলামী জীবনধারা অনুসরণের জন্য ইসলামী রীতিনীতি, সঠিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ইসলামিক তথ্য সরবারহ করছে সেবাটি।


অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়াপভিত্তিক (http://noorsawab.com) সেবা ‘নূর’র মাধ্যমে নামাজের সময়সূচী, হজ, রমজানের ক্যালেন্ডার, দোয়া, কোরআন তেলোয়াত, নামাজ শিক্ষা, তাসবীহ, কিবলা কম্পাসের মতো গুরুত্বপূর্ণ ইসলামী উপকরণ পাবেন গ্রাহকরা।


এছাড়া মসজিদ লোকেটর ফিচারের মাধ্যমে দেশের যে কোন স্থানের আশেপাশের মসজিদের অবস্থান এবং যাকাত ক্যালকুলেটরের মাধ্যমে একজন ব্যক্তির কী পরিমাণ যাকাত দিতে হবে তা জানা যাবে।



দৈনিক বা ১৫ দিনের ভিত্তিতে সেবাটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। করসহ দৈনিক সেবা মূল্য ২ টাকা ৪৪ পয়সা এবং ১৫ দিনের জন্য সেবামূল্য ৮ টাকা ৫২ পয়সা। গ্রাহকরা সেবাটি গ্রহণ করার পর তা বন্ধ না করলে স্বয়ংক্রিয়ভাবেই নবায়ন হবে।


সেবাটি গ্রহণ করলে গ্রাহকরা রিংটোন, ইসলামিক ওয়ালপেপার, ইসলামিক অ্যানিমেশন, ইসলামিক ভিডিও এবং লাইভ ভিডিও’র মতো বিভিন্ন ইসলামিক কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত জানতে গ্রহাকরা রবি কর্পোরেট সাইটটি-www.robi.com.bd ভিজিট করতে পারেন।


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com