শিরোনাম
মিডিয়াটেকের সর্বোচ্চ গতির প্রসেসর পি২২ বাজারে
প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৬:৫৭
মিডিয়াটেকের সর্বোচ্চ গতির প্রসেসর পি২২ বাজারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সর্বোচ্চ গতির নতুন একটা প্রসেসর বাজারে নিয়ে এলো তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেক। হেলিও সিরিজের নতুন প্রসেসরটির নাম পি২২।


অক্টাকোর প্রসেসরের সবগুলো কোরের প্রযুক্তি কর্টেক্স এ৫৩, সর্বোচ্চ গতি থাকছে এই ২ গিগাহার্জ এ। হেলিও পি২২র সঙ্গে ব্যবহার করা যাবে ১৩ ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও করা যাবে সর্বোচ্চ ৩০ এফপিএস গতিতে। ক্যামেরাতে বোকেহ ইফেক্টের জন্য প্রসেসর ডেপথ ইঞ্জিন দেয়া হয়েছে।


সর্বোচ্চ ১৬০০ x ৭২০ পিক্সেল রেজুলেশনের ২০:৯ অনুপাতের ডিসপ্লে ব্যবহার করা যাবে পি২২র সঙ্গে। ডুয়াল সিমে ফোরজি ব্যবহারের সুবিধা, ৫ গিগাহার্জ ওয়াইফাই, ব্লুটুথ ৫ আর জিপিএস প্রসেসরের মধ্যেই থাকছে।


বর্তমানে কোনও নতুন প্রসেসর এআই প্রযুক্তি সমর্থন ছাড়া তৈরি সম্ভব নয়, পি২২ও বাদ পড়েনি।


টেনসরফ্লো, টিএফ লাইট, ক্যাফে ও ক্যাফে২ সব ধরনের এআই ফ্রেমওয়ার্ক পি২২র ডিএসপি চালাতে পারবে। এআই ব্যবহার করে ফেইস আনলক অপশনও কাজ করানো যাবে।


আগামী জুন থেকে পি২২ সমৃদ্ধ ফোন বাজারে আসতে শুরু করবে বলে জানিয়েছে মিডিয়াটেক।



বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com