শিরোনাম
নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ১৭:২৯
নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

“আমরা যখন ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ ব্যবহার করতে শুরু করব তখন নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সহজ হবে। এটি তৈরি করতে আমাদের তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে। যথাযথ ব্যবহারের মাধ্যমে তা প্রথম চার পাঁচ বছরেই উঠিয়ে আনতে হবে। তাহলে গরিবের টাকায় বানানো এ স্যাটেলাইটের যথাযথ মূল্যায়ন হবে।’’


বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট : সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।


গোলটেবিল আলোচনাটি যৌথভাবে আয়োজন করে বিটিআরসি ও টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টাস নেটওয়ার্ক (টিআরএনবি)।


টিআরএনবি’র সভাপতি সজল জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘৪ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা আর সম্ভব হচ্ছে না। ৭ মে প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সে তারিখেও উৎক্ষেপণের বিষয়টি চূড়ান্ত নাও হতে পারে। কারণ আবহাওয়ার উপর কারোই হাত নেই। আমাদের ৪মে আয়োজনের সব প্রস্তুতি ছিলো কিন্তু আজ সকালে তারিখ পেছানোর সংবাদ পেলাম।’


বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত যে তথ্য আছে, তাতে ৭ মে আবহাওয়া অনুকূলে থাকবে বলে আশা করা যাচ্ছে। আশা করি এটাই চূড়ান্ত হবে, তবে বিষয়টা আবহাওয়ার ওপর নির্ভর করে। আশা করি ৭ তারিখেই হয়ে যাবে। তাও আমরা ৪ থেকে ৫ দিন পর নিশ্চিত হব।’


বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্পের পরিচালক মো. মোজবাউজ্জামান বলেন,‘ইতোমধ্যে গ্রাউন্ড স্টেশনের কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। এখন কেবল কিছু ‘কানেকটিভিটির’ কাজ বাকি রয়েছে।’


গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন এডিএন টেলিকমের চিফ অপারেটিং অফিসার নাইম মোহাম্মদ ফাজলুন, ব্র্যাক ন্যানো স্যাটেলাইট প্রকল্পর পরিচালক খলিলুর রহমান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, তথ্যপ্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাঈদ খান।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সমীর কুমার দে।


বিবার্তা/উজ্জ্বল/গেমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com