শিরোনাম
৫৭ ধারার তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার ফাহিম মাসরুর
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ১৩:৪৬
৫৭ ধারার তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার ফাহিম মাসরুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ও বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাসরুরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।



বুধবার রাজধানীর কাওরান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে ৫৭ ধারার তথ্যপ্রযুক্তি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।



ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক মো. আল সাদিক গত ২২ এপ্রিল কাফরুল থানায় এজাহার দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে আজ তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।



মামলার এজাহারে লেখা হয়েছে, ‘ফাহিম মামাসরুরের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর ছবির ব্যঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ারসহ উস্কানিমূলকভাবে মিথ্যা ও আপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এবং একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।’


এজাহারে মোট ৮টি অভিযোগ উল্লেখ করা হয়েছে।


এদিকে কাউন্টটার টেররিজমের সাইবার ক্রাইমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাকে ৬ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com