শিরোনাম
‘বেসিস মেম্বার কোম্পানিদের জন্য একটা গ্রোথ ইকোসিস্টেম তৈরি করতে চাই’
প্রকাশ : ১৪ মার্চ ২০১৮, ১৪:০৮
‘বেসিস মেম্বার কোম্পানিদের জন্য একটা গ্রোথ ইকোসিস্টেম তৈরি করতে চাই’
সৈয়দ আলমাস কবীর
প্রিন্ট অ-অ+

অর্থায়ন, স্থান-সংকুলান, জনশক্তির উন্নয়ন, কোম্পানী ব্যবস্থপনার উন্নয়ন, ব্র্যান্ডিং ও বিপনন, আইনী সহায়তা, ইত্যাদি বিষয়ে তাঁরা বেসিস থেকে সেবা নিতে পারবেন। এতে কোম্পানীগুলোর কর্মদক্ষতা ও প্রসার বাড়বে এবং ফলে তথ্য-প্রযুক্তি খাতে কাঙ্ক্ষিত বিপ্লব আসবে।



বিগত কয়েক বছরে আইসিটি সেক্টরে সরকারের সুদৃষ্টির কারণে বিভিন্নভাবে এ শিল্পের অগ্রগতি হয়েছে। অনেক প্রতিষ্ঠান এ শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে এবং এর মাধ্যমে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ঐতিহাসিক অংশীদার হিসেবে ভুমিকা রাখছে। যদিও তাদের ব্যবসায়িক অন্তর্দৃষ্টির অভাব রয়েছে এবং টেকসই উন্নতির জন্যে দক্ষতা বাড়ানোর দরকার। বেসিস এর নতুন সদস্য সংখ্যা এর সর্বমোট সদস্যদের অর্ধেকের বেশি। এটা অবশ্যই উৎসাহদায়ক দিক যে এই শিল্পে নতুনদের আগমন হচ্ছে। এই নতুনদের যথাযথ সহায়তার মাধ্যমে পরিচালিত করা বেসিসের অন্যতম দায়িত্ব।


নতুন কোম্পানীর জন্য অতি প্রয়োজনীয় শর্তাবলী
১. অর্থের যোগান
২. যথাযথ আইনি সহায়তা
৩. সঠিক ব্যবসায়িক পক্রিয়া
৪. ব্যান্ডিং এবং অবস্থান তৈরি


আইটি কোম্পনীতে স্বাচ্ছন্দে অর্থের যোগান বা বিনিযোগ সব সময়ের একটি সমস্যা। অন্যান্য সেক্টরের মতো দৃশমান কোন সম্পদ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগেুলোকে দেখাতে পারেনা। এসব কোম্পানীগুলোর সম্পদ হল তাদের সফটওয়ার বা তাদের কাজ, যেগুলো অদৃশ্যমান এবং প্রায় সর্বক্ষেত্রে ব্যাংক তাদের নিরাপত্তার সদৃশ হিসেবে গ্রহণ করেনা। যতক্ষন না আমরা আইপি মূল্যায়নসহ একটি আর্থিক মূল্য নির্ধারন না করি ততক্ষণ ব্যাংকগুলো আইটি খাতে তাদের ঋণের ঝুকি নির্ধারন করতে পারবেনা। ততক্ষন পর্যন্ত, আমাদের নতুন (ও পুরাতন) আইটি কোম্পানিকে তাদের প্রয়োজনীয় তহবিল গঠন করে সাহায্য করার উপায় বের করতে হবে। বেসিস নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যেমন Midas, বিনা জামানতে ছোট মাঝারি থেকে বৃহৎ ঋণ দিতে একটি চুক্তি করবে । এই ঋণের পরিমান কোম্পানীর ব্যবসায়িক পরিকল্পনার সম্ভাব্যতার উপর নির্ভর করবে। বেসিস নিয়মিত এই কোম্পানীগুলোর কার্যক্রম দেখাশুনা কবে।


আইনি সহায়তা বা আইনি পরামর্শের অভিজ্ঞতা অন্য আরেকটি সমস্যা (নতুন ও পুরাতন) সদস্যদের জন্য। আইনী মতামতগুলি প্রায়ই একটি আইটি কোম্পানীর কাজগুলোতে দরকার হয়, বিশেষ করে অনৈতিক কর্মচারী অভিবাসনের ক্ষেত্রে, সোর্স কোডের চুরি, ক্লায়েন্টদের হাইজ্যাকিং ইত্যাদি। বেসিস সদস্যরা একটি আইন সংস্থা থেকে প্রাথমিক আইনি মতামত পাবে, যারা তাদেরকে এই বিষয়ে বিনামূল্যে পরামর্শ দিবে। যেমন, একটি প্রখ্যাত আইন সংস্থার সাথে একটি চুক্তি করা হয়েছে। সদস্যভুক্ত কোম্পনীগুলো বিনামূল্যে একটি হটলাইন নাম্বারের মাধ্যমে আইনি মতামত নিতে সক্ষম হবে। তাদের সফ্টওয়্যারের বুদ্ধিবৃত্তিক মালিকানা (আইপি) রক্ষার জন্য, সদস্যভুক্ত কোম্পনীগুলো বাংলাদেশ আইপি ফোরামের সহায়তা নিতে সক্ষম হবে, যাদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটি আইটি কোম্পানী তার কপিরাইট, ট্রেডমার্ক বা পেটেন্ট রেজিস্ট্রেশন ব্যতীত সম্পদগুলির সুরক্ষার ক্ষেত্রে অসহায়।


এটা ব্যাপকভাবে লক্ষ্য করা যায় যে আমাদের আইটি কোম্পানীর চমৎকার প্রযুক্তিগত সম্পদ রয়েছে, কিন্তু ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দক্ষতার অভাব রয়েছে। বেসিস সম্প্রতি একটি ডাচ পরামর্শদাতা কোম্পানির সাথে কাজ শুরু করেছে, যারা সদস্যভুক্ত কোম্পনীগুলোকে সর্বোত্তম ব্যবসায়িক প্রক্রিয়ায় প্রশিক্ষন দেবে। তারা মানবসম্পদ উন্নয়ন বিষয়ক বিপণন ও কৌশল পরিকল্পনা, হিসাব এবং নিরীক্ষা ইত্যাদি বিষয়েও পরামর্শ দেবে। পরামর্শদাতারা বছরে কমপক্ষে দুই ধরনের ওয়ার্কশপ রাখবে, যেখানে সদস্যভুক্ত কোম্পনীগুলো অংশগ্রহণের সুযোগ রয়েছে যা তাদের দক্ষতা বাড়াতে সক্ষম হবে।


বেসিস একটি খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের সাথে চুক্তি করতে যাচ্ছে যারা এর সদস্যভূক্ত কোম্পনীগুলোর অ্যাকাউন্টগুলি রক্ষণাবেক্ষণ করবে। নতুন কোম্পানিগুলির ক্রমন্নোতির জন্য জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রায়ই দেখা যায় যে, উদ্যোক্তারা যারা হিসাব করার সমান্য জ্ঞান রাখে তারা এই কোম্পানিগুলি পরিচালনা করেন এর ফলে ছোট কোম্পনীগুলো অল্প সময়ে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। নগদ অর্থ-প্রবাহ বিশ্লেষণ, বাজেট, কার্যকরী পুঁজি খাটানো ইত্যাদি বার বার উপেক্ষা করা হয় এবং এটি বেসিস সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলির বেশিরভাগ কোনোমতে টিকে আছে। বেসিস চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মগুলির মাধ্যমে এই অর্থ পরিচালনার বিষয়গুলির উপর পরামর্শ প্রদান করবে এবং কোম্পানিগুলিকে বৃদ্ধির জন্য পরিকল্পনা করবে।


আগেই বলেছি, আমাদের আইটি কোম্পানীগুলোর বেশিরভাগই প্রযুক্তিতে দক্ষ এবং বেশিরভাগই তাদের দক্ষতা সাম্প্রতিক সময়ে লক্ষনীয়। তবুও, তারা সঠিকভাবে তাদের পণ্য বা পরিষেবাগুলি উপস্থাপন করতে পারে না যা সম্ভাব্য ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করবে। তাদের নিষ্প্রভ ব্র্যান্ডিং ভাল পণ্য এবং সেবা নেয়ার ব্যর্থতার জন্য দায়ী। আমাদের আইটি কোম্পানীগুলোর আন্তর্জাতিক প্রদর্শনী এবং ইভেন্টগুলিতে অংশগ্রহণের সময় বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। বেসিস পেশাদার বিপণন সংস্থাগুলির সাথে কর্মসূচির ব্যবস্থা করবে যারা সদস্যভুক্ত কোম্পানীগুলোকে সঠিকভাবে নিজেদের অবস্থান নির্ণয়ের জন্য সহায়তা করবে। তারা পণ্য ও সেবাগুলি কীভাবে ব্র্যান্ড করবে সে সম্পর্কেও পরামর্শ দেবেন।


নতুন কোম্পানিগুলোর মধ্যে যারা বেসিস সদস্য হবে তাদের জন্য কিছু অতিরিক্ত সেবা রয়েছে। বেসিস বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কাছে নতুন কোম্পানীগুলোর জন্য প্রতিটি এসটিপি-তে কমপক্ষে একটি ফ্লোর বরাদ্দ করার কথা বলছে যেখানে বিনামূল্যে চার্জ বা নামমাত্র ভাড়া রয়েছে। এই নতুন বা সম্ভাব্য সদস্যদের জন্য ওয়ান-স্টপ উইন্ডো থাকবে যেখান থেকে আবেদনপত্রের জন্য এবং বাণিজ্য লাইসেন্সের নবায়ন, টিআইএন প্রশংসাপত্র, ভ্যাট নিবন্ধন ইত্যাদি প্রদান করা হবে।


বেসিস সদস্যভূক্ত কোম্পনীগুলোর জন্য এই ইকো সিস্টেম তাদের শক্তিশালী ভিত্তি দাঁড় করাবে এবং তাদের ব্যবসার উন্নতি করতে সক্ষম হবে। এর ফলে বাংলাদেশে একটি গতিশীল এবং জোরালো আইসিটি শিল্পের উদয় হবে, যা প্রায় দুই দশক আগে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের প্রাথমিক লক্ষ্য ছিল।


লেখক : সভাপতি, বেসিস।



বিবার্তা/উজ্জ্বল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com