শিরোনাম
দেশে জাপানের কাওয়াসাকি স্পোর্টস বাইক আসছে ২২ মার্চ
প্রকাশ : ১৪ মার্চ ২০১৮, ১১:৫৩
দেশে জাপানের কাওয়াসাকি স্পোর্টস বাইক আসছে ২২ মার্চ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে ভালো মানের ডার্ট বাইকের সংখ্যা খুব কম। ভালো ব্র্যান্ডের অফ রোড বাইকের সংকট রয়েছে। সেই সংকট মেটাতে চারটি নতুন স্পোর্টস বাইক নিয়ে আসছে জাপানের কাওয়াসাকি।


২২ মার্চ রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠেয় ঢাকা বাইক শোতে বাইকগুলোর দাম ঘোষণা করা হবে। ওই দিনই বাইক ও অটোমোবাইল শোতে বাইক চারটি প্রদর্শন করা হবে। ঢাকা বাইক শো চলবে ২৪ মার্চ পর্যন্ত।


কাওয়াসাকির বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় বাংলাদেশে বাইক বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


ওই ফেসবুকে জানানো হয়েছে, ২২ থেকে ২৪মার্চ বাংলাদেশের বাজারে কাওয়াসাকির বাইক বিক্রি শুরু করা হবে। প্রথমেই মিলবে চারটি মডেলের বাইক। এগুলো হলো কাওয়াসাকি কেএলএক্স ১৫০ বিএফ, কাওয়াসাকি কেএলএক্স ১৫০ বিএফ, কাওয়াসাকি জেড১২৫ এবং ডি ট্রেকার।


এর মধ্যে জেড ১২৬ প্রো এবং জেড ১২৫ মিনি পকেট বাইক। এই দুটি ১২৫ সিসির বাইক। কেএলএক্স ১৫০ বিএফ ১৫০ সিসিরি অফরোড বাইক। অন্যদিকে ডি ট্রেকার ১৫০ সিসির ডুয়েল পারপাস বাইক।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com