শিরোনাম
হুয়াওয়ের ফেস আনলক ফোন আসছে ২৪ জানুয়ারি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১৯:৫০
হুয়াওয়ের ফেস আনলক ফোন  আসছে ২৪ জানুয়ারি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফেস আনলক ফিচার সমৃদ্ধ নতুন একটা ফোন চীনের বাজারে নিয়ে এলো প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফোনটির মডেল ‘হনর ভিউ টেন’।


চীনের বাজারে গত বৃহস্পতিবার ফোনটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হলেও ক্রেতারা হাতে পাবেন ২৪ জানুয়ারি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।


ফোনটিতে রয়েছে ৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।


রিয়ার ডুয়াল ক্যামেরার সেট-আপের ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ফোনটিতে ৩৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


৬ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে। এতে রয়েছে ১২৮ জিবি বিল্টইন মেমোরি।


‘অনর ভিউ ১০’-এর ফেস আনলক ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীকে ফোন সেটিংস মেনুতে গিয়ে ফেস রেকগনিশনে ফেস রেজিস্টার করতে হবে।


ফোনটির মূল্য বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। সূত্র :জিএসএমঅরেনা ও এনডিটিভি



বিবার্তাউজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com