শিরোনাম
সাশ্রয়ীমূল্যে জেনফোন ম্যাক্স সিরিজের নতুন ফোন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১১:২৭
সাশ্রয়ীমূল্যে  জেনফোন ম্যাক্স সিরিজের নতুন ফোন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জেনফোন ম্যাক্স সিরিজের নতুন একটা ফোন বাজারে নিয়ে এলো তাইওয়ান প্রযু্ক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ফোনটির মডেল ‘ম্যাক্স প্লাস’। এটি সম্প্রতি রাশিয়ার বাজারে ছাড়া হয়েছে।


এর আগে আসুস জেনফোন ম্যাক্স সিরিজের ৫ মিলিয়ন ফোন বিক্রি করেছে। সেই সিরিজেই এবার নতুনফোন জেনফোন ম্যাক্স প্লাস বাজারে আনলো।


আসুসের নতুন এই ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ফুল এইচডি প্লাস ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৫০টি চিপসেট।


রিয়ার ডুয়াল ক্যামেরার সেট-আপের ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের পিডিএএফ এফ২/২.০ অ্যাপারচার সমৃদ্ধ প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।



ফোনটি ২ ও ৩ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। ফোনের মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


আসুস জানিয়েছে, ছেব্ল্যাক ও সিলভার এই দুটি রঙে পাওয়া যাবে জেনফোন ম্যাক্স প্লাস। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ভার্সনে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন ফেব্রুয়ারিতে বিক্রি শুরু করবে।


কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি, ব্লুটুথ, ওয়াইফাই এবং মাইক্রোইউএসবি।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ফোনটিতে ৪১৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারে এছাড়াও আছে বিশেষ পাওয়ার সেভিং আসুস পাওয়ার মাস্টার ফিচার।


ফোনটির দাম হবে ২২৯ মার্কিন ডলার। সূত্র : এনডিটিভি



বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com