শিরোনাম
রাজধানীতে চালু হলো অ্যাপভিত্তিক অটোরিকশাসেবা ‘হ্যালো’
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫
রাজধানীতে চালু হলো  অ্যাপভিত্তিক অটোরিকশাসেবা ‘হ্যালো’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উবার, পাঠাও ও স্যাময়ের মতো রাজধানীতে এবার রাইড শেয়ারিং অ্যাপভিত্তিক অটোরিকশাসেবা ‘হ্যালো’ চালু করা হয়েছে। অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবার অনুমোদন পাওয়ার একদিন পরেই আনুষ্ঠানিক ঘোষণা দিল ‘হ্যালো’।


মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘হ্যালো’ অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবার ঘোষণা দেয় পরিচালনা প্রতিষ্ঠান টপ আইডিয়া ইমপ্লিমেন্টেশন বা টপ আই আই।


প্রতিষ্ঠানটি ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়িক মালিক সমিতি ঐক্য পরিষদ এবং ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সহযোগিতায় ‘হ্যালো’ অ্যাপ উন্মুক্ত করেছে।


বিআরটিএ অটোরিকশার ভাড়া নির্ধারণ করে দিয়েছে। প্রথম দুই কিলোমিটার ৪০ এবং পরের প্রতি কিলোমিটার ১২ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি মিনিটের ওয়েটিং চার্জ ২ টাকা ধরা হয়েছে। এর মাধ্যমে ভাড়ার পরিমাণ ও গন্তব্য নিয়ে চালক-যাত্রী বাকবিতণ্ডার অবসান হবে বলে আশা করা হচ্ছে।


‘হ্যালো’র বিপণন বিভাগের পরিচালক রাকিবুল হাসান জানান, অ্যাপস ব্যবহারের জন্য শতকরা ১৫ টাকা দিতে হবে সংশ্লিষ্ট কোম্পানিকে। মঙ্গলবার থেকে গুগল অ্যাপস স্টোরে ‘হ্যালো’ অ্যাপটি পাওয়া যাবে।


ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াৎ দুলাল বলেন, ‘প্রাথমিকভাবে পাঁচ শতাধিক চালককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। যারা এ সেবায় আসতে চাইবেন তাদের প্রশিক্ষণ দেয়া হবে।’


বিআরটিএর মুখপাত্র মাহবুব-ই রব্বানী বলেন, ‘সরকারের নির্ধারিত ভাড়ার হার মেনে অটোরিকশা অ্যাপ দিয়ে চলতে পারলে সেটি তো খুবই ভালো।’


সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়িক মালিক সমিতি ঐক্য পরিষদ, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের নেতাসহ টপ আই আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com