শিরোনাম
ছবিতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ১১:৪৬
ছবিতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মত আজ দেশব্যাপী উদযাপিত হচ্ছে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস -২০১৭’।


মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।



পরে শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। র‌্যালিটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।




র‌্যালিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, ঢাবি’র উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অবসফটওয়্যার অ্যান্ড ইনফরেমশন সার্ভিসেস (বেসিস ) এর সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, তথ্যপ্রযুক্তি সেক্টরসহ বিভিন্ন বিশ্বদ্যিালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।




বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com