শিরোনাম
চীনের বাজারে মটো গ্রিন পোমেলো
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১৫:৪১
চীনের বাজারে মটো গ্রিন পোমেলো
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন একটি ফোন চীনের বাজারে ছেড়েছে লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা। ফোনটির মডেল মটো গ্রিন পোমেলো।


ফোনটির বিশেষত্ব হচ্ছে ছবি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও সেলফি ক্যামেরা। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশ ব্যবহার করা হয়েছে। আর রিয়ার প্যানেলে রয়েছে মটোরোলার লোগো ও দুইটি রিয়ার ক্যামেরা।


অ্যান্ড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত মিডরেঞ্জের এই ফোনটিতে রযেছে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। যার রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষা জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।



ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ক্লকস্পিড ১.৪ গিগাহার্জ। এর র‌্যাম ৪ গিগাবাইট এবং রম ৩২ গিগাবাইট। তবে ফোনটির মেমোরি বাড়ানোর ব্যবস্থা রয়েছে।



ফোরজি নেটওয়ার্ক সমর্থনকারী ফোনটিতে ব্যাকআপের জন্য রয়েছে ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।



ফোনটি রোজ গোল্ড ও কুল ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে। এটির মূল্য ১ হাজার ৫৯৯ চায়না ইয়েন। সূত্র : ইন্ডিয়াটুডে


বিবার্তা/উজ্জ্বল/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com