শিরোনাম
দেশে আইফোন ৮ প্লাস প্রি-অর্ডার শুরু ২৭ অক্টোবর
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:৩২
দেশে আইফোন ৮ প্লাস  প্রি-অর্ডার শুরু ২৭ অক্টোবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বাজারে আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস আনছে গ্রামীণফোন। আগামী ২৭ অক্টোবর থেকে গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার এবং গ্রামীণফোন ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনগুলো প্রি-অর্ডার করতে পারবেন।


নতুন ডিজাইনের আইফোন ৮ এর স্ক্রিন সাইজ অনেকটা আগের আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাসেরই মতো। দৈর্ঘ্য এবং উচ্চতাও প্রায় কাছাকাছি। আইফোন ৮ এ আছে দুইটি স্তরের কাচের আস্তরণ। সঙ্গে থাকবে মেটাল ফ্রেম। স্ক্রিন সাইজ হতে পারে ৫.৮ ইঞ্চির কাছাকাছি। পাশাপাশি ওএলইডি প্যানেলও থাকবে বলে জানা গেছে।


এইচডি কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস-এ থাকবে সফটওয়্যার ক্যামেরা ফিচার। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় বিশেষভাবে ‘পোট্রেট মোড’অন করা যাবে এবং থাকবে ‘পোট্রেট লাইটিং সিস্টেম’।


নতুন ডিজাইনের ক্যামেরা থাকবে আইফোন ৮ এ। ঠিক যেরকম রয়েছে আইফোন সেভেনে। এতে পেছনে দুইটি ক্যামেরা থাকবে। আইফোন এক্সের মতো অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা না থাকলেও আইফোন ৮ এ টেলি লেন্সের সুবিধা থাকবে বলে জানা গেছে।


ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাসহ নতুন দুটি ফোনেই থাকবে দ্রুত চার্জ দেওয়ার প্রযুক্তি।


ফোন দুটির মূল্য বিষয়ে কিছু জানা যায়নি।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com