শিরোনাম
ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘ইউপে’ চালু
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৭, ১৬:৫৪
ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘ইউপে’ চালু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘ইউপে’ চালু করলো ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাক (ইউসিবি)।


মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ ই আব্দুল মুহাইমেন।


এই সেবার মাধ্যমে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো জায়গায় ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট করা যাবে।


এই সেবা চালু করা প্রসঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ ই আব্দুল মুহাইমেন বলেন, “ইউপের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে নগদ অর্থ বহন করতে হবে না। স্মার্টফোনকে ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহার করে কেনাকাটা, বিল পরিশোধ, ফান্ড ট্রান্সফার, ঋণ পরিশোধ, রেমিটেন্স, বিমা প্রিমিয়াম, বেতন পরিশোধ এবং ই-কর্মাসে কেনাকাটা করা যাবে।”


এই সেবার আওতায় ডিজিটাল চেক প্রদান, ভাউচার, রিওয়ার্ড পয়েন্ট নগদায়ন, হিসাব অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট সেবা পাওয়া যাবে।


অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপ ছাড়াও ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের সাহায্যে ইউপে গ্রাহকরা তাদের ইউসিবি অ্যাকাউন্ট থেকে সকল প্রকার লেনদেন অনলাইনে করতে পারবেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউসিবির ঊর্ধ্বতনবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com