শিরোনাম
দারাজে প্রথমবারের মতো জেনারেলের স্মার্টফোন
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ২০:২৩
দারাজে প্রথমবারের মতো জেনারেলের স্মার্টফোন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জেনারেল মোবাইল বাংলাদেশের অনলাইন শপিং সাইট দারাজ ডট কম বিডির (Daraz.com.bd) সাথে কার্যক্রম শুরু করছে।


বৃহস্পতিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ তথ্য জানা যায়। এসময় জেনারেল মোবাইলের উদ্বোধনী এবং জিএম ৫ ও জিএম ৬ মডেলের দু’টির মোড়ক উন্মোচন করা হয়।


ক্রেতারা এখন বাসায় বসেই অর্ডার করতে পারবেন এই মডেলের হ্যান্ডসেট দু’টি। দারাজের মাধ্যমে এখনই ক্রেতারা প্রি-বুকিং করতে পারবেন এই দুইটি মডেলের জেনারেল মোবাইল স্মার্টফোন।


এই শপিং সাইটে জিএম ৫ মডেলের হ্যান্ডসেটটি পাওয়া যাবে মাত্র ৯,৯৯০ টাকায় আর জিএম ৬ পাওয়া যাবে মাত্র ১৩,৯৯৯ টাকায়।


৫ ইঞ্চি গরিলা গ্লাসধারী জিএম ৫ এ থাকছে দীর্ঘস্থায়ী ২৫০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগা পিক্সেল হাই-ডেফিনেশন ব্যাক ক্যামেরা।


জিএম ৬ স্মার্টফোনে থাকছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম। সাথে আছে ১.৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। ২.৫ ডি কার্ভড স্ক্রিন, দীর্ঘস্থায়ী ৩০০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি ও ৮ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগা পিক্সেল হাই ডেফিনেশন ব্যাক ক্যামেরা।


উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠার পর ২০১৫ সালে তুর্কিতে ব্যপক জনপ্রিয়তা পায় জেনারেল মোবাইল। যার ফলে এখন এর মূল অপারেশন পরিচালিত হয় তুর্কি থেকেই।


বিবার্তা/বিজ্ঞপ্তি/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com