শিরোনাম
স্মার্টফোনের ছবি প্রিন্ট করবে পোর্টেবল প্রিন্টার (ভিডিও)
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৬
স্মার্টফোনের ছবি প্রিন্ট করবে পোর্টেবল প্রিন্টার (ভিডিও)
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের ফলে হাতের মুঠোয় চলে আসছে সব কিছু। বড় যন্ত্রকে সহজে ব্যবহার করার উপযোগি করে দিচ্ছে প্রযুক্তি। স্পোরকেট নামের এমনই একটা পোর্টেবল প্রিন্টার বাজারে নিয়ে এলো প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি।


ডিভাইসটি হাতের মুঠোয় নিয়ে স্মার্টফোন থেকে সরাসরি ছবি প্রিন্ট করতে সক্ষম। এই প্রিন্টারটি দিয়ে ২x৩ ইঞ্চি আকারের ছবি তোলা যাবে।


ফোনের সাহায্যে এই প্রিন্টার দিয়ে ছবি প্রিন্ট করার জন্য এইচপির স্পোরকেট নামের একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপ দিয়েই প্রিন্টারটি ব্লুটুথের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে।


ডিভাইসটি থেকে ছবি প্রিন্ট দেয়ার জন্য এইচপির নিজস্ব জিঙ্ক পেপার ব্যবহার করা হয়েছে। প্রিন্টের জন্য একসঙ্গে ২০টি কিংবা ৫০ টি জিঙ্ক পেপার ব্যবহার করা যাবে। এর দাম পড়বে ১২৪৯ ডলার।


ডিভাইসটি ভারতের বাজারে সাদা, কালো ও লাল রঙে পাওয়া যাচ্ছে। এটির দাম রাখা হচ্ছে ৮ হাজার ৯৯৯ রূপি। সূত্র : ইকোনমিকটাইমস



বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com