শিরোনাম
অতুলনীয় ফিচার নিয়ে গ্যালাক্সি নোট ৮ এলো বাজারে
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯
অতুলনীয় ফিচার নিয়ে গ্যালাক্সি নোট ৮ এলো বাজারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গ্যালাক্সি নোট সিরিজের নোট ৭ দিয়ে আশানুরূপ ব্যবসা করতে না পারায় নতুন ফ্যাবলেট গ্যালাক্সি নোট ৮ বিশ্ববাজারে নিয়ে আসে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটি গত মাসে আন্তর্জাতিক বাজারে উন্মোচনের পরে স্যামসাংভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


ক্রেতাদের আবারও নোট সিরিজে ফেরাতে স্যামসাং ডিভাইসটিতে যুক্ত করেছে অতুলনীয় সব ফিচার। এগুলো হলো-এস-পেন, ইনফিনিটি ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা ও আইরিশ স্ক্যানার সিকিউরিটি প্রযুক্তি।


রবিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সামনে ফোনটির ফিচার নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্যামাসাংয়ের প্রোডাক্ট ম্যানেজার মো. শাহরিয়ার।


এস-পেন : নতুন এই ফ্যাবলেটটির বিশেষ ফিচার হলো স্মার্ট এস-পেন। খাতায় কলম দিয়ে যেভাবে লেখা যায়, এটি দিয়েও একজন ব্যবহারকারী অফ স্ক্রিনে ১০০ পেজের মতো কনটেন্ট লিখতে পারবেন। কবি ও লেখকদের লেখালেখির জন্য ফোনটি বিশেষ ভূমিকা রাখতে পারবে। এটি বৃষ্টিতে ভিজেও নোট লেখা যাবে। কারণ এটি আইপি৬৪ দ্বারা সুরক্ষিত।


ইনফিনি ডিসপ্লে : অ্যান্ড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৬.৩ ইঞ্চি কোয়াড হাই ডেফিনেশন প্লাস সুপার অ্যামোলেড ‘ইনফিনিটি’ ডিসপ্লে। যার ফলে ব্যবহারকারীরা সেরা ভিউইং এক্সপেরিয়েন্স পাবে। ডিসপ্লের রেজ্যুলেশন ২৯৬০x১৪৪০ পিক্সেল। পিক্সেলের ডেনসিটি ৫২১ পিপিআই। ডিসপ্লেতে


১৮.৫:৯ রেশিওতে ভিডিও ও অন্যান্য কন্টেন্ট দেখতে পারবে। এছাড়াও ডিসপ্লেটি কার্ভড। যার কারণে ধরতে বেশ আরামদায়ক। প্রটেকশনের জন্য গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। প্রিমিয়াম মেটালের ফোনটি দেখতেও বেশ আকর্ষণীয়।


ক্যামেরা : ছবির তোলার জন্য ডিভাইসটিতে রয়েছে দুটি ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। প্রথমটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যার অ্যাপার্চার এফ/১.৭। অন্যটিতে টেলিফটো জুম লেন্স, যার অ্যাপার্চার এফ/২.৪। দুটি ক্যামেরাতেই থাকছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরার অ্যাপার্চার এফ/১.৭।


নতুন এই সেটটিতে স্যামসাংয়ের ইতিহাসের প্রথম ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি বিশ্বের প্রথম ফোন যার ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ব্যবহার করা হয়েছে। এ ফিচারের কারণে ব্যবহারকারীরা চলন্ত অবস্থায় দূরে কিংবা কাছের ছবি অনায়াসে তুলতে পারবে। এছাড়াও লাইভ ফোকাস উইথ ২এক্স অপটিক্যাল জুম ব্যবহার করা হয়েছে যা দিবে বুকেহ ইফেক্ট। এই ডুয়েল ক্যামেরার মাধ্যমে ব্যবহাকারী একসাথে প্রোট্রেট এবং ওয়াইড অ্যাঙ্গেল-এ ছবি তুলতে পারবে।


ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি: প্রথম ওয়্যারলেস ফাস্ট চার্জিংসহ গ্যালাক্সি ডিভাইস নিয়ে আসে স্যামসাং। এই সংস্করণে ব্যবহার করা হয়েছে আরো উন্নত প্রযুক্তির ওয়্যারলেস চার্জিং সুবিধা। নতুন এ ফ্ল্যাগশীপটিতে নিজস্ব অরিজিনাল এক্সেসরিস ফাস্ট ওয়্যারলেস চার্জার থাকছে। সাথে নিজস্ব একেজে এর হেডসেটতো আছেই।


পারফর্মেন্স : গ্যালাক্সি নোট ৮ এ ব্যবহার করা হয়েছে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট প্রসেসর। এটি ১০এসএম সাইজের ২.৩ গিগাহার্জের অ্যাডাপটিভ প্রসেসর। এছাড়াও ফোনটির র‌্যাম ৬ গিগাবাইট এবং ৬৪ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ যা ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সুবিধা রয়েছে।


সিকিউরিটি : ডিভাইসটি অধিক নিরাপত্তার জন্য আইরিস স্ক্যানার ব্যবহার করা হয়েছে। যা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি সুরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে চোখের আইরিস দিয়ে ফোন লক করে রাখতে পারবে। এছাড়াও এটিতে নিজস্ব ইন্টেলিজেন্স সিস্টেম ‘বিক্সবি’ ব্যবহার করা হয়েছে। যা দিয়ে ব্যবহারকারীরা তার নিজস্ব কমান্ডের মাধ্যমে ফোনকে চালাতে পারবে।


পানি ও ধূলা প্রতিরোধক: গ্যালাক্সি নোট ৮ নোটটি ইচ্ছেমতো যেকোন জায়গায় নিয়ে যাওয়া যাবে। এটি পানি ও ধূলা প্রতিরোধক।


আরও আছে ম্যাগ্নিফাই, ট্রান্সলেটর, অ্যাপ পেয়ার, লাইভ ম্যাসেজ, স্মার্ট সিলেক্ট, স্ক্রিন রাইটারের মতো সব লেটেস্ট ফিচার। লাইভ ফিচারের মাধ্যমে নিজের হাতে লিখেই প্রিয়জনকে অ্যানিমেটেড মেসেজ পাঠানোও সুবিধাও রয়েছে ডিভাইসটিতে।


ব্যাকআপের জন্য নতুন নোটটিতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কানেক্টিটিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ সি, এনএফসি, জিপিএস এবং ওয়াইফাই সুবিধা।


গ্যালাক্সি নোট৮-এর মূল্য রাখা হচ্ছে ৯৪ হাজার ৯০০ টাকা।


গত মাসের শেষ সপ্তাহে গ্যালাক্সি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সর্বশেষ সংস্করণ স্যামসাং ‘গ্যালাক্সি নোট৮’ গ্রামীণফোন হাউসে একটি অনুষ্ঠানে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্যামসাং ও গ্রামীণফোন যৌথভাবে নোট৮ এর প্রি-অর্ডারের তারিখ ঘোষণা করা হয়।


গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফারের সাথে ‘গ্যালাক্সি নোট৮’ এর প্রি-অর্ডার শুরু হয় ২৭ অগাস্ট। শেষ হবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।


গ্রাহকরা www.grameenphone.com/shop ভিজিট করে অথবা যেকোনো স্যামসাং স্টোর বা গ্রামীণফোন সেন্টার থেকে প্রি-অর্ডার করতে পারবেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com