শিরোনাম
নিটল নিলয় গ্রেট অনলাইন শপিং ফেস্টিবল ১৯ সেপ্টেম্বর শুরু
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৮
নিটল নিলয় গ্রেট অনলাইন শপিং ফেস্টিবল ১৯ সেপ্টেম্বর শুরু
সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশী-বিদেশি অনলাইনভিত্তিক ক্রেতা ও ব্যবসায়ীদের নিয়ে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিটল নিলয় গ্রেট অনলাইন শপিং ফেস্টিবল ২০১৭।


বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


দেশে প্রথম বারের মতো আয়োজিত অনলাইনভিত্তিক এই ফেস্টিবল অনুষ্ঠিত হবে রাজধানীর খামারবাড়ীর কৃষিবীদ ইনিস্টিটিউটে। এটি চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ফেস্টিবল উদ্বোধন করবেন।


মেলার মিডিয়া পার্টনার একাত্তর টেলিভিশন ও অনলাইন টিভি পার্টনার স্বদেশী টিভি। উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে স্বদেশী টিভি।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আরশীনগর মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও স্বদেশী অনলাইন টিভির কর্ণধার শামীমা দোলা, নিটল নিলয় গ্রুপের সিইও মোস্তাক আহমেদ, আইসিটি ডিভিশনের উপসচিব মো. লুৎফর রহমানসহ আরো অনেকে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com