শিরোনাম
কেমন হবে মাইক্রোসফটের ‘সারফেস ফোন’
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৭, ১২:০২
কেমন হবে মাইক্রোসফটের ‘সারফেস ফোন’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভাঁজ করা যায় এমন একটি সারফেস ফোন আনতে চলেছে ‘মাইক্রোসফট’। এর মধ্যে এই ফোনটি তৈরির জন্য প্যাটেন্ট সংগ্রহ করেছে সংস্থাটি। প্যাটেন্ট সংগ্রহ করা এই ফোনটির দুটি অংশ একটি কব্জা দিয়ে জুড়ে দেয়া হবে। এছাড়াও ফোনটি তৈরি হবে সম্পূর্ণ মেটালিক বডিতে। মাইক্রোসফটের জনপ্রিয় হার্ডওয়্যার ব্র্যান্ড সারফেস। সম্প্রতি এ ব্র্যান্ডের একটি ল্যাপটপ বাজারে ছাড়ার কথা জানিয়েছে মাইক্রোসফট। এবার জানা গেল শুধু ল্যাপটপ নয় ফোনও আনছে সংস্থাটি।


এর আগে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেল বলেছিলেন, ‘মাইক্রোসফট বেশ কয়েকটি ডিজাইনের ফোন আনতে কাজ করছে। তবে এগুলো সাধারণ ফোনের মত হবে না।’


মাইক্রোসফটের সারফেস ফোনের প্যাটেন্ট দেখে এটা পরিষ্কার হয়েছে যে মাইক্রোসফট সাধারণ ফোন আনছে না। তারা বিশেষ ধরনের সারফেস ফোন নিয়ে কাজ করছে। মাইক্রোসফটের সারফেস ফোন প্রকল্পে কাজ করছে বিশ্বের নামজাদা টেক এক্সপার্টরা। তারা জানান, মাইক্রোসফটের সারফেস ভাঁজ করা যাবে। এজন্য এতে কব্জা থাকবে। এছাড়াও ফোনটি তৈরি হবে মেটাল বডিতে।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com