শিরোনাম
চট্টগ্রামে বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখছে এলইডিপি প্রজেক্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০১৭, ১৭:১৩
চট্টগ্রামে বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখছে এলইডিপি প্রজেক্ট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘চট্টগ্রাম জেলার বেকার সমস্যা দূরীকরণে এলইডিপি প্রজেক্ট বিশাল অবদান রাখছে। পৃথিবীর বুকে আউটসোর্সিং সেক্টর দিয়ে আমাদের তরুণরা নিজেদের জায়গা করে নিবে।’


বুধবার চট্টগ্রাম জেলার ‘লানিং অ্যান্ড আর্নিং’ প্রজেক্টের কোর্স সমাপনী ও মেন্টরিং সেন্টারের উদ্বোধনকালে চট্টগ্রামের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।


এই পোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার হাসান বিন মুহাম্মদ আলী এবং এলইডিপি প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক মো. ইকরাম।


মো. ইকরাম বলেন, ‘চট্টগ্রাম জেলাতে মোট ৬৫০জনকে ট্রেনিং দেওয়া হয়েছে, তার মধ্যে ৩১১ জন আর্নিং করতে সম্পন্ন হয়েছে। বাকি যারা আর্নিং করতে পারেনি, তাদের আয় নিশ্চিত করার জন্য ৩মাসের মেন্টরিং সেশন শুরু হয়েছে।’


ইকরাম আরও বলেন, ‘ট্রেনিং সম্পন্ন হয়ে যাওয়ার পরও যারা এখনও ইনকামে যেতে পারেনি, তাদেরকে এক্সপার্টদের তত্ত্বাবধানে রেখে প্রশিক্ষণপ্রাপ্ত সকলের অনলাইন হতে আয় নিশ্চিত করার জন্য ৩মাসের মেন্টরিং ক্লাশের ব্যবস্থা করা হয়েছে।’


এ প্রোগ্রামে এলইডিপিতে ট্রেনিং করে ৫০০০ ডলার আয় করা ৩জনকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়।


গ্রামে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার কো-অর্ডিনেটর, আব্দুল মান্নান আসিফ, জ্যাকব নাথ, পদ্ম রায়, সাকলাইন ও তৌহিদুর রহমান।


প্রোগ্রাম শেষে প্রধান অতিথি মেন্টরিং সেশনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রজেক্টের ট্রেনিংপ্রাপ্ত প্রায় দুই শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com