শিরোনাম
চলছে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ১০:৪৯
চলছে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নেদারল্যান্ডসের আমস্টার্ডামে অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এর বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে ৩য় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)।


এবারের বিডিজেএসও-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে নয়টি শহরে। অঞ্চলগুলো হচ্ছে— ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর ও লক্ষ্মীপুর।


অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে তিনটি ক্যাটাগরিতে—জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম), সেকেন্ডারি (নবম ও দশম) ও বিশেষ (একাদশ ও দ্বাদশ, ১ জানুয়ারি ২০০২-এর পর যাদের জন্ম)।


আঞ্চলিক পর্বে অংশ নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। গতকাল শুক্রবার থেকে একযোগে সব অঞ্চলের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।


রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে—ঢাকা অঞ্চল : শেলটেক নিরিবিলি (২য় তলা), ২১০/২ এলিফেন্ট রোড, ঢাকা, মোবাইল : ০১৯৭১৩৮৫৫৫১। চট্টগ্রাম অঞ্চল : জেলা শিল্পকলা একাডেমী, এম এম আলী রোড, দামপাড়া, চট্টগ্রাম, মোবাইল : ০১৫২১৩২৮৮৪২। খুলনা অঞ্চল : সানশাইন এডুকেশন কেয়ার (২য় তলা ), ১০/৬ পুলিশ লাইন পূর্ব গলি, খুলনা, মোবাইল : ০১৬১০১৩৫৭৯০। রাজশাহী অঞ্চল : রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব, তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে, মোবাইল : ০১৭৫৩৮৪১৮১৬। বরিশাল অঞ্চল : ডি ডব্লিও এফ নার্সিং কলেজ, সি অ্যান্ড বি রোড, বরিশাল, মোবাইল : ০১৬৭১৬৩৯১৬১। সিলেট অঞ্চল : কর্মশালা, এ বিল্ডিং, শাবিপ্রবি, সিলেট, মোবাইল : ০১৮৪২৪১৪০৭৯। ময়মনসিংহ অঞ্চল : এইচ এ ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ, খান কমপ্লেক্স, তারাকান্দা বাজার, ময়মনসিংহ, মোবাইল : ০১৭১৬৯২০৭৫০। দিনাজপুর অঞ্চল : দিনাজপুর ম্যাথ ক্লাব, সদর হাসপাতাল মোড়, গুলকুঠি রোড, দিনাজপুর, মোবাইল : ০১৭২৫০১৩১৪৬। লক্ষ্মীপুর অঞ্চল : গণিত ক্লাব, হায়দার শপিং কমপ্লেক্স , হসপিটাল রোড, লক্ষ্মীপুর, মোবাইল: ০১৫২১২৫৩০৯৮।


আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে বিডিজেএসও-এর জাতীয় পর্ব। জাতীয় পর্বের বাছাইকৃতরা অংশ নিবে ৩য় বিডিজেএসও ক্যাম্পে। ক্যাম্প থেকে নির্বাচন করা হবে নেদারল্যান্ডসে যাওয়ার জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল।


বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনটির পৃষ্ঠপোষক আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড।


আলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে : http://bdjso.org/ এই ঠিকানায়। প্রয়োজনে : মাহমুদ মীম, সহসমন্বয়ক, বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, মোবাইল : ০১৬৭১১৫৯৪৩৫।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com