শিরোনাম
মেসেঞ্জারে বিজ্ঞাপন কার্যক্রম শুরু
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ০৪:৩১
মেসেঞ্জারে বিজ্ঞাপন কার্যক্রম শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেসেঞ্জারে আলাদাভাবে বিজ্ঞাপন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফেসবুক। ইতিমধ্যে এটা পরীক্ষামূলকভাবে চালু করেছে তারা। গত সপ্তাহে এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে মেসেঞ্জার কর্তৃপক্ষ।


কয়েকদিন আগে ফেসবুক থেকে মেসেঞ্জার অ্যাপকে আলাদা করা হয়। ফলে দুটি মাধ্যম পৃথকভাবে ব্যবহার করতে বাধ্য হন গ্রাহকরা। বর্তমানে মেসেঞ্জারে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটিরও বেশি। এই বিশাল সংখ্যক ব্যবহারকারীর সামনে আলাদাভাবে বিজ্ঞাপন উপস্থাপনের মাধ্যমে বাড়তি আয়ের পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ।


মেসেঞ্জারে বিজ্ঞাপন কার্যক্রম শুরু হলে অ্যাপটির হোম ট্যাবেই সেগুলো দেখা যাবে। এ ক্ষেত্রে কেউ যদি প্রদর্শিত কোনো বিষয়ের ওপর আগ্রহী হন, তাহলে সেখানে ক্লিক করলে সরাসরি বিজ্ঞাপনদাতার ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এমনকি এটাও হতে পারে যে, বিজ্ঞাপনে ক্লিক করলে ওই ব্র্যান্ডের সঙ্গে চ্যাট করার জন্য আলাদা একটি চ্যাট উইন্ডো খুলবে। সূত্র: দ্য আইরিশ টাইমস


বিবার্তা/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com