শিরোনাম
গুগলকে ২৭০ কোটি ডলার জরিমানা
প্রকাশ : ২৭ জুন ২০১৭, ১৭:৫৪
গুগলকে ২৭০ কোটি ডলার জরিমানা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে অ্যান্টি ট্রাস্ট মামলায় রেকর্ড ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রকেরা এ জরিমানা করেছে।


গুগলের শপিং ব্যবসা বা কেনাবেচার ব্যবসাকে কেন্দ্র করে এ জরিমানা করা হয়েছে। গুগল তাদের নিজেদের সার্চ ইঞ্জিনের সার্চ ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় নিজের শপিং সার্ভিসকে বাড়তি সুবিধা দিচ্ছিল বলে অভিযোগ আনা হয়েছিল। গুগলের সাত বছরের কর্মপদ্ধতি পরীক্ষা করে এ জরিমানা করা হয়েছে।


যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে এক ডজনের বেশি অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামে ইইউ। এতে গুগলের বিরুদ্ধে মনোপলি বা প্রতিদ্বন্দ্বীদের সেবা বন্ধ করে একচেটিয়া অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ করা হয়।


২০১৫ সালে গুগলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীরা অনুসন্ধানে ফল বিকৃতির অভিযোগ আনলেও ইউরোপীয় ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতা কর্তৃপক্ষের কাছে জরিমানার হাত থেকে বেঁচে যায় গুগল। তখন গুগলকে এ চর্চা থেকে সরে আসতে তিন মাস সময় দেয়া হয়। তথ্যসূত্র: রয়টার্স


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com