শিরোনাম
ফোন ব্যবহারের আদব-কেতা
প্রকাশ : ২৭ জুন ২০১৭, ০৯:০৫
ফোন ব্যবহারের আদব-কেতা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্তমান সময়ে মোবাইল ফোন এখন আর বিলাসিতা পর্যায়ে নেই। বরং এখন সেটি জীবনের আবশ্যিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই মোবাইল ফোন ব্যবহারেরও কিছু নিয়ম রয়েছে। খেয়াল রাখতে হবে, ফোন যেন এমনভাবেই ব্যবহার করা হয়, যাতে সেটা অন্যের অসুবিধার কারণ না হয়। কীভাবে ফোন ব্যবহার করবেন, তার জন্য রইল কিছু পরামর্শ:


❏ ফোন ধরে অথবা করেই আসল কথা তাড়াহুড়ো করে বলতে শুরু করবেন না। প্রাথমিক সৌজন্য বিনিময়টা জরুরি। তবে সেটা যেন বেশি দীর্ঘ না হয়ে যায়।


❏ যিনি ফোন করছেন তিনি অপরিচিত হলে, প্রথমেই তার পরিচয়টা জেনে নিন।


❏ মোবাইলে রুচিসম্মত রিংটোন ব্যবহার করুন।


❏ কর্কশভাবে বা চেঁচিয়ে কথা বলবেন না।


❏ কল আসলে তৃতীয় রিং বেজে ওঠার মধ্যে রিসিভ করার চেষ্টা করুন।


❏ জনবহুল জায়গায় লাউডস্পিকারে কথা বলবেন না। যিনি ফোন করেছেন, তিনি তার ব্যক্তিগত কথাও বলতে পারেন।


❏ ফোনে লাউডস্পিকারে গান না শোনাই ভালো। দরকার হলে হেডফোন ব্যবহার করুন।


❏ দিনের বেশিরভাগ সময়টা যেখানে কাটান, সেখানে একটি ডায়েরি ও কলম রাখুন।


❏ গভীর রাতে বা সকালে অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ফোন করা উচিত নয়।


❏ গাড়ি চালানোর সময় কোনওভাবেই ফোন ধরবেন না। অতি প্রয়োজন থাকলে গাড়ি থামিয়ে কথা বলুন।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com