শিরোনাম
সাড়ে ৭ হাজার টাকায় সিম্ফনির ফিঙ্গার লক ফোন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১১:০৭
সাড়ে ৭ হাজার টাকায় সিম্ফনির ফিঙ্গার লক ফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে নিয়ে এলো নতুন চমক ‘ymphony i50’। মাত্র ৭৫৯০ টাকার স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ফ্ল্যাশ এবং ইন্টেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইন্টেলিজেন্ট ফিঙ্গার প্রিন্ট টাচ থাকার কারণে হ্যান্ডসেটটির সিকিউরিটি বেড়েছে বহুগুণ। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মেসেজ এবং সকল ধরণের অ্যাপস ও লক করে রাখা যাবে।


৫.০ ইঞ্চি ডিসপ্লে ও ২.৫ডি গ্লাসের এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। হ্যান্ডসেটটি লেটেস্ট জেনারেশন ৫পি লেন্স, এ্যাপারচার ২.০ এর ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৩পি লেন্স, ২.০ এ্যাপারচার এর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরের সাথে রয়েছে ১ জিবি ডিডিআর থ্রি র‌্যাম। ডিডিআর থ্রি র‌্যাম থাকার কারণে গেমস এবং অ্যাপস পারফর্মেন্স হবে আরো বেশী সাবলীল। ৮ জিবি ইন্টারনাল স্টোরেজের রয়েছে। ব্যাবহারকারীরা চাইলে মেমোরি কার্ডের মাধ্যমে তা ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।


২৫০০ এম এ এইচ এর লি পলিমার ব্যাটারি তো রয়েছেই। তার সাথে যোগ হয়েছে অত্যাধুনিক কাস্টম মেইড ইন্টেলিজেন্ট সফটওয়্যার ডিজাইন, যার কারণে ব্যাটারি পাওয়ার ইমপ্রুভ হবে ৪৫% পর্যন্ত। ওটিজি সাপোর্টেড এই স্মার্টফোনটিতে সেন্সর হিসেবে রয়েছে জি সেন্সর, ফিঙ্গার প্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com