শিরোনাম
লিসবনের ওয়েব সামিট শুরু ৭ নভেম্বর
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১০:৩৩
লিসবনের ওয়েব সামিট শুরু ৭ নভেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ৭-১০ নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম প্রযুক্তিভিত্তিক সম্মেলন ‘ওয়েব সামিট ২০১৬’। এতে বাংলাদেশ থেকে অংশ নেয়ার জন্য নির্বাচিত হয়েছে ‘ট্র্যাভেলিং বাংলাদেশ’ নামের একটি উদ্যোগ।


এবারের ওয়েব সামিটে সারা বিশ্ব থেকে ৪২০০ প্রযুক্তিপ্রেমী অংশ নেবেন। মিলনমেলাটি অংশগ্রহণকারীদের মাঝে সেতুবন্ধন তৈরি ও তাদেরকে ব্যতিক্রমী ব্যবসায়িক প্লাটপর্ম এবং কৌশল খুঁজে পেতে সাহায্য করবে।


কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতার মধ্যদিয়ে প্রথম আত্মপ্রকাশ করা বিজয়ী স্টার্টআপ প্রতিষ্ঠান ট্রাভেলিং বাংলাদেশ এতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। ওই প্রতিযোগিতায় অংশ নেয়ার পর নিজেদের উদ্যোগের ধারণাকে আরও পূরিপূর্ণ করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেখানে বাংলাদেশের দর্শনীয় স্থান, ঐতিহ্যবাহী স্থাপনাসহ নানা ধরনের পর্যটন এলাকাকে তুলে ধরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে।


লিসবনের সামিটে ‘ট্র্যাভেলিং বাংলাদেশ’ প্রতিষ্ঠান নিজেদের একটি স্টল দেয়ার সুযোগ পাবেন। ট্রাভেলিং বাংলাদেশ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নাজিবা ওয়াজিহা মাহবুব জানান, বিশ্বের সামনে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরে দেশের পর্যটন এলাকাকে প্রোমোট করাই ট্রাভেলিং বাংলাদেশের উদ্দেশ্য।


তিনি জানান, এমন একটি বৈশ্বিক সম্মেলনে তারা অংশ নিতে পারবেন এটা অনেক বড় পাওয়া। কেননা সেখানে বেশিরভাগ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান খুব বড়। সেখানে স্টার্টআপ হিসেবে নির্বাচিত হওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল।


ওয়েব সামিট বিষয়ে বিস্তারিত জানতে যেতে হবে এই লিংকে: http://websummit2016.org/?gclid=Cj0KEQjw57W9BRDM9_a-2vWJ68EBEiQAwPNFKxp-OZ1fsTIv3JkK5M_0x1n-yluQ1X0acIt8DhbS3FAaAmrs8P8HAQ


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com