শিরোনাম
হুয়াওয়ে স্মার্টফোনের সাথে আকর্ষণীয় অফার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৭:৫২
হুয়াওয়ে স্মার্টফোনের সাথে আকর্ষণীয় অফার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিভিন্ন মডেলের হান্ডসেটের সাথে আকর্ষণীয় অফার নিয়ে এলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। প্রতিটি জিআর ফাইভ মিনি, জিআর ফাইভ ও পি নাইন লাইটের সঙ্গে ক্রেতারা পাবেন বিনামূল্যে একটি সেলফি স্টিক।


জিআর ফাইভ ও জিআর ফাইভ মিনির সঙ্গে বাড়তি প্রাপ্তি হিসেবে পাওয়া যাবে বান্ডেল অফার। ৪৭ হাজার ৯৯০ টাকা মূল্যের ফ্ল্যাগশীপ মডেল পি নাইনের সাথে ক্রেতারা পাবেন একটি ট্রাইপড।


এছাড়া হুয়াওয়ে ওয়াই সিক্স টু, জিআর ফাইভ ও জিআর ফাইভ মিনির সাথে পাওয়া যাবে ১৫ জিবি ইন্টারনেট, ৩৯০০ মিনিট। হুয়াওয়ে ওয়াই সিক্স টু-এর সাথে পাওয়া যাবে একটি টি-শার্ট ও ১৬ জিবি মেমোরি কার্ড।


ওয়াই সিক্স প্রো-এর সাথে পাওয়া যাবে একটি খাবারে বক্স অথবা পাউচ। এছাড়াও ওয়াইথ্রি টু-এর সাথে পাওয়া যাবে সর্বোচ্চ ১৮ জিবি ইন্টারনেট এবং ১৫০০ মিনিট টক টাইম ও ওয়াই ফাইভ টু ক্রয়ে পাওয়া যাবে সর্বোচ্চ ২৪ জিবি ইন্টারনেট এবং ৩০০০ মিনিট টক টাইম।


১৮ হাজার ৯৯০ টাকা মূল্যের জিআর ফাইভ স্মার্টফোনটিতে আছে দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি, কোয়ালকম ১.৫ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর এবং অত্যাধুনিক ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।


এদিকে ৫.২ ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে, দুই জিবি র‌্যাম ও ১৬ জিবি রম এবং ২ গিগাহার্টজের কিরিন অক্টা-কোর প্রসেসরসমৃদ্ধ আকর্ষণীয় ফ্ল্যাগশীপ ফোন জিআর ফাইভ মিনির দাম ১৬ হাজার ৯৯০ টাকা।


পি নাইন লাইট ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ক্ষমতাসম্পন্ন ২.০ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর। দ্রুতগতিতে মাল্টিটাস্কিং, গেইম খেলাসহ অন্যান্য কাজ করতে এতে ভার্সন অনুযায়ী আছে তিন গিগাবাইট র‌্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল রম। আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ও আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। হ্যান্ডসেটটির দাম ২২ হাজার ৯৯০ টাকা।


৫.৫ ইঞ্চির ওয়াই সিক্স টু ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ক্ষমতাসম্পন্ন হাইসিলিকন কিরিন ৬২০ মডেলের অক্টা-কোর প্রসেসর। দ্রুতগতিতে মাল্টিটাস্কিং, গেম খেলাসহ অন্যান্য কাজ করতে এতে আছে দুই গিগাবাইট র‌্যাম ও ১৬ গিগাবাইট রম।


সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং হাই কোয়ালিটি ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা যার মূল্য ১৩ হাজার ৫৯০ টাকা। ১১ হাজার ৬৯০ টাকা দামের ওয়াই সিক্স প্রো-তে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের প্রসেসর, দুই জিবি র‌্যাম এবং ১৬ জিবি রম, ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।


৬ হাজার ১৯০ টাকা দামের হুয়াওয়ে ওয়াই থ্রি টু-তে ব্যবহার করেছে পাঁচ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে থাকছে এক জিবি র‌্যাম ও আট জিবি রম।


এছাড়া পাঁচ ইঞ্চির ডিসপ্লের ওয়াই ফাইভ টু-তে আছে ১.৩ গিগাহার্টজের প্রসেসর, এক জিবি র‌্যাম ও আট জিবি রম। ছবি তোলার জন্য উন্নতমানের আট মেগাপিক্সেল ব্যাক এবং দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যার দাম ৮ হাজার ৯৯০ টাকা।


বিবার্তা/উজ্জ্বল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com