শিরোনাম
প্রথম পুরস্কার পেল ইএটিএল
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৭:২৩
প্রথম পুরস্কার পেল ইএটিএল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য মাঝারি শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেল এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)।


উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’পেল সফটওয়্যার পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।


শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে বুধবার রাজধানীর একটি হোটেলে ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানের হাতে এই পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।


শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, এনপিওর পরিচালক অজিত কুমার পাল।


১৯৯৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই ইএটিএল সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও তথ্য প্রযুক্তি সেবায় গুণগত মান রক্ষা ও গ্রাহক সন্তুষ্টির জন্য নিরলসভাবে কাজ করে আসছে। গতিশীল নেতৃত্ব, নতুন উদ্ভাবনী চিন্তা ও তার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে ইএটিএল একটি সৃজনশীল ধারার তৈরিতে সক্ষম হয়েছে।


আস্থা ও স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে ইএটিএল ওয়ার্ল্ড ব্যাংক, ডিএফআইডি, এডিবি, প্ল্যান ইন্টারন্যাশনাল, এশিয়া-প্যাসিফিক টেলিকম্যুনিকেশনসহ (এপিটি) বিভিন্ন সংস্থার অর্থায়নে বিভিন্ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত করেছে ও করছে।


সম্প্রতি ইউএসএইড সহযোগী প্রতিষ্ঠান এমএড্যুকেশন এলাইয়েন্স ইএটিএলের এডুটিউববিডি.কম কে বার্ষিক সন্মেলনে উপস্থাপনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সারা বিশ্ব থেকে আসা শত শত প্রস্তাব থেকে শীর্ষ ৩০ এর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একমাত্র ইডুকেশনাল কন্টেন্ট শেয়ারিং পোর্টাল Edutubebd.com।


এমএড্যুকেশন এলাইয়েন্সের পরিচালনা কমিটিতে রয়েছে জাতিসংঘের প্রতিষ্ঠানসমুহ – ইউনিসেফ, ইউনেস্কো, আই টি ইউ, অর্গানাইজেশন অব অ্যামেরিকান স্ট্যাটস, পিস ক্রপস, ইউএসএইড, বিশ্ব ব্যাংক, জার্মান জি আই জেড, জিএসএমএ, ব্রিটিশ কাউন্সিলের মত বিশ্বখ্যাত প্রতিষ্ঠানসমূহ।


এ ধরনের পুরস্কার প্রাপ্তি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আইসিটি সেক্টরে আরও ইনোভেশন ও পণ্যের গুণগত মানোন্নয়নে অবদান রাখতে সশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা জানান।


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com