শিরোনাম
শার্পের নতুন ফটোকপিয়ার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:৪৪
শার্পের নতুন ফটোকপিয়ার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিখ্যাত জাপানিজ ফটোকপি ব্র্যান্ড শার্পের এআর-৬০২৩এন মডেলের ডিজিটাল ফটোকপিয়ার মেশিন বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।


ফটোকপিয়ার মেশিনটি একসাথে কপি, প্রিন্ট এবং কালার স্ক্যান করতে পারে। এছাড়াও শার্পের এই ফটোকপিয়ারটিতে রয়েছে ৩২০ মেগাবাইট র‌্যাম ও ৩৫০ শিট পেপার ধারণের ক্ষমতা। এটির কপি ও প্রিন্ট রেজ্যুরেশন ৬০০x৬০০ ডিপিআই মেশিনটিতে ২৫ শতাংশ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত জুমিং রেঞ্জ পাওয়া যায়।


এই ফটোকপিয়ারটি লেজার বিম প্রিন্টিং ও ইনডিরেক্ট ইলাস্ট্রোস্ট্যাটিক ফটোগ্রাফিক মেথোড দ্বারা পরিচালিত। প্রতি পৃষ্ঠা কপি বা প্রিন্টিংয়ের খরচ মাত্র ৪০ পয়সা। এক বছর ওয়ারেন্টিসহ ফটোকপিয়ারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার টাকা মাত্র।


বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে: +৮৮০১৯৭-৫৪৫৪৫৪২ এই নম্বরে।
বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com