শিরোনাম
জেডটিই ও বাংলালিংকের বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল এসডিএম
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৬:০৯
জেডটিই ও বাংলালিংকের বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল এসডিএম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল সাবস্ক্রাইবার ডাটা বেসড ম্যানেজমেন্ট (এসডিএম) প্লাটফর্মের মাধ্যমে মাইগ্রেশনের সফলতার ঘোষণা দিয়েছে যৌথভাবে জেডটিই ও বাংলালিংক।


মোবাইল ইন্টারনেটের প্রযুক্তি, এন্টারপ্রাইজ এবং টেলিকমিউনিকেশন সেবা দানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন এবং বাংলালিংক দেশের ৬০ মিলিয়ন গ্রাহকের মাইগ্রেশন সফল করেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠান দুটি।


এই রূপান্তর বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি করেছে। এই ভার্চুয়াল এসডিএম বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিএসডিএম প্লাটফর্ম। এটি বাংলালিংকের মূল কোম্পানি ভিয়নকে দক্ষ ডাটা ম্যানেজমেন্ট অর্জনে ও সেবার প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়তা করবে বলেও জানান তারা।


ভার্চুয়াল এসডিএম প্লাটফর্মের উন্নত ভার্চুয়ালাইজেশন প্রযুক্তির মাধ্যমে হার্ডওয়্যার ও সফটওয়্যারকে আলাদা করতে সাহায্য করে এবং ব্যবস্থাপনা ও পরিচালন খরচ কমানো, ফাইভজি ও আইওটি-এর মতো সেবা এবং নেটওয়ার্কের ধারাবাহিক পরিবর্তন মোকাবেলা করা, সহনীয় ও সহজ পদ্ধতিতে চাহিদা পূরণের জন্য বাণিজ্যিক অব-দ্য-শেলফ (সিওটিএস) হার্ডওয়্যার ব্যবহার করে।


এ বিষয়ে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ‘বাংলালিংক সত্যিকার অর্থে একটি সর্বব্যাপী ডিজিটাল সমাজ গঠনের চেষ্টা করে আসছে এবং এই লক্ষ্যে আমাদের সহযোগী প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তায় ভার্চুয়াল এসডিএম প্লাটফর্মের সফল বাণিজ্যিকীকরণের মাধ্যমে আমরা একধাপ এগিয়ে গেলাম। এ দুটি প্রতিষ্ঠানের টিমওয়ার্ক ছিল অসাধারণ, যা গ্রাহককে শ্রেষ্ঠ নেটওয়ার্ক অভিজ্ঞতা অর্জনের দিতে আমাদেরকে সহযোগিতা করবে।’


তিনি বেলন, ‘বিশ্বের সর্ববৃহৎ অনলাইন ভিএসডিএম প্লাটফর্মের বাস্তাবায়ন উভয় প্রতিষ্ঠানের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বাংলাদেশে শ্রেষ্ঠ ডিজিটাল সেবাদাতা হওয়ার জন্য বাংলালিংককে সবসময় নতুন প্রযুক্তি নিয়ে আসতে সহযোগিতা করবে।’


জেডটিই বাংলাদেশের সিইও ভিনসেন্ট লিউ বলেন, ‘জেডটিইর পক্ষ থেকে, বাংলালিংক ভিয়নের সাথে এসডিএম (সাবস্ক্রাইবার ডাটা বেসড ম্যানেজমেন্ট) প্লাটফর্মের আনুষ্ঠানিক বাণিজ্যিকীকরণের ঘোষণায় উপস্থিত থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। স্ট্যাটেজিক পার্টনার হিসেবে, ভিয়নের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকিতা অর্জনের জন্য আমরা শ্রেষ্ঠ সেবা ও সমাধান প্রদানের অঙ্গীকারের ধারাবাহিকতা বজায় রাখব।’


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com