শিরোনাম
তথ্যপ্রযুক্তি স্নাতকরা পাচ্ছেন ২ লাখ টাকা
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৫:২৭
তথ্যপ্রযুক্তি স্নাতকরা পাচ্ছেন ২ লাখ টাকা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘হাই-প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ’ প্রোগ্রামের আওতায় তথ্যপ্রযুক্তি স্নাতকদের প্রতি মাসে ২ লাখ টাকা করে বৃত্তি দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। নির্বাচিত প্রার্থীরা বৃত্তি হিসেবে এক বছরে মাসে ২ লাখ টাকা করে পাবেন।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃত্তি পেতে তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রীধারীরা পাস করার এক বছরের মধ্যে আবেদন করতে হবে। বছরে একজন পুরুষ ও একজন নারীকে এই ফেলোশীপ দেয়া হবে। তবে প্রার্থীকে এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫ এবং স্নাতকে ন্যুনতম ৩.৭৫ থাকতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিতরা বৃত্তির মেয়াদকালে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না। চলতি সেশনের জন্য আবেদন করা যাবে আগামী ৩১মে এর মধ্যে।


তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব বরাবরে লিখিত আবেদনপত্র প্রতিদিন আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের সাত তলার ৭২৮ নাম্বার কক্ষে সরাসরি বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জমা দেয়া যাবে। আবেদন মেইলেও পাঠাতে হবে : [email protected] এই ঠিকানায়।


ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে যেতে হবে : www.ictd.gov.bd এই ঠিকানায়। এছাড়া মুঠোফোনে কথা বলা যাবে : ০১৭১৫০৮১২৫২ এই নাম্বারে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com