শিরোনাম
তরুণদের জন্য বড় সুযোগ ‘ব্যাটেল অব মাইন্ডস’: আনিসুল হক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৩:০০
তরুণদের জন্য বড় সুযোগ ‘ব্যাটেল অব মাইন্ডস’: আনিসুল হক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যেসব তরুণরা আগামীর পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য ‘ব্যাটেল অব মাইন্ডস’ অনেক বড় সুযোগ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত ‘ব্যাটেল অব মাইন্ডস ২০১৬’ চূড়ান্ত আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


ব্যাটল অব মাইন্ডসে অংশগ্রহণকারী তরুণদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘জীবনে বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হয়, বড় লক্ষ্য রাখতে হয়। আমাদের সময় স্বপ্ন দেখানোর জন্য এত বড় বড় আয়োজন ছিল না, প্রযুক্তিগত সুবিধাও ছিল না। তোমাদের সামনে যে সুযোগ রয়েছে, এখানে যারা অংশগ্রহণ করলে তোমরা প্রত্যেকেই এক একটি স্ফুলিঙ্গ। আজকে তোমাদের উপস্থাপনায় সে প্রতিচ্ছবি ছিল’।


এ বছর ‘ব্যাটেল অব মাইন্ডস-২০১৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। প্রথম রার্নাস আপ এবং দ্বিতীয় রানার্স আপ যথাক্রমে বুয়েট এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির দল।


উল্লেখ্য, ২০০৪ সাল থেকে শুরু হওয়া ব্যাটেল অব মাইন্ডেসর এবারের আয়োজনে ১৮টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৩০০’র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com