শিরোনাম
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার চূড়ান্ত আসর কাল
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৭:২৬
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার চূড়ান্ত আসর কাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তরুণদের তৈরি নির্বাচিত ৩০টি অ্যাপ থেকে শীর্ষ ১০ অ্যাপ খুঁজে নিতে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার চতুর্থ সিজনের চূড়ান্ত আসর বসছে অগামীকাল। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে শুরু হবে এই আয়োজন।


এর আগে ধারণাপত্র জমা দিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতাটি। ধারাবাহিকভাবে গ্রুমিং, ধারণাপত্র উপস্থাপন, নির্বাচিত ধারণাপত্র থেকে মোবাইল অ্যাপ তৈরি, শেষে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় ৩০টি অ্যাপ। সেখান থেকেই বিচারকরা শীর্ষ ১০ অ্যাপ নির্বাচন করবেন।


প্রতিযোগিতায় সেরা অ্যাপ নির্মাতারা পাবেন পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা পুরস্কার। এ ছাড়া প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারী দলের জন্য থাকবে ২ লাখ টাকা করে পুরস্কার।


চূড়ান্ত আসরের প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিশ্বব্যাংকের বাংলাদেশের প্রতিনিধি মো. মোকলেছুর রহমান।


প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক বিশ্বব্যাংক ও কানাডা, সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com