শিরোনাম
১০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করবে কোডার্সট্রাস্ট
প্রকাশ : ২২ মে ২০১৭, ১১:২১
১০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করবে কোডার্সট্রাস্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী এক বছরে ১০ হাজার ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে কাজ করছে কোডার্সট্রাস্ট। এজন্য প্রতিষ্ঠানটি অনলাইনে প্রশিক্ষণ দেবে।


ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ‘#শিখবে সবাই স্লোগানে’ রবিবার সন্ধ্যায় বাংলাদেশে আইসিটি জানালিস্ট ফোরাম (বিআইজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সেবাদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোডারসট্রাস্ট।


সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির গত তিন বছরের সফলতার পাশাপাশি নতুন উদ্যোগের কথা জানানো হয়।


অনলাইনে ঘরে বসে কিভাবে সবাই ফ্রিল্যান্সিং শিখতে পারে সে বিষয়ে সচেতনতার পাশাপাশি নানা কোর্স করাচ্ছে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে কোডার্সট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর মো. আতাউল গনি ওসমানী বলেন, ‘কোডার্সট্রাস্ট দক্ষ ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্য নিয়ে ২০১৪ সালে তাদের যাত্রা শুরু করে। বাংলাদেশের তরুণদের উপযুক্ত প্রশিক্ষণ এবং সঠিক দিক নির্দেশনা মাধ্যমে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজের সুযোগ তৈরি করছে। বাংলাদেশের সফলতার উপর ভিত্তি কোডার্সট্রাস্ট এখন বিশ্বের আরো ৫টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।’


আতাউল গনি ওসমানী বলেন, ‘আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন কোর্স ডিজাইন করি, যাতে শিক্ষার্থীরা সাধারণত কোর্সের মধ্যেই কাজ পেয়ে থাকে। বর্তমানে আমরা ১০টি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের প্রতিটি প্রশিক্ষক খুবই অভিজ্ঞ এবং সফল ফ্রিল্যান্সার তাই প্রশিক্ষণের ক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এ পর্যন্ত শুধু বাংলাদেশেই প্রায় ১৫০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, যাদের মধ্যে এ পর্যন্ত ৬০০ বেশি শিক্ষার্থী ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং বাকিদের প্রশিক্ষণ চলছে।’


আতাউল গনি ওসমানী আরও বলেন, ‘ফ্রিল্যান্সি মার্কেটপ্লেসগুলোতে কাজের ক্ষেত্রে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি-টেকনিক্যাল স্কিল। এর অর্থ, আপনি যেই বিষয় নিয়ে কাজ করতে চান যেমন ওয়েবডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন এর ওপর ভালভাবে দক্ষ হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে সফটস্কিল। এর অর্থ, যোগাযোগ এবং নিজেকে উপস্থাপনের পদ্ধতি। আমরা মূলত এই দুই বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি। ’


সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে #শিখবে সবাই এর প্রকল্পের মাধমে কোডার্সট্রাস্ট ১০ হাজার ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ হাতে নিয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে কোডার্সট্রাস্ট অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করেছে। এখন অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। যার প্রেক্ষিতে দেশের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। তবে এজন্য অর্থ খরচ করতে হবে। শিক্ষার্থীদের জন্য কোর্স ফিতেও ছাড় রয়েছে।


সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন কোডার্সট্রাস্ট এর হেড ফাইনান্স এবং এইচআর মিজানুর রাহমান ও ক্যারয়িার পরামর্শক হাফিজুর রশিদ।


বিস্তারিত জানতে যেতে হবে: www.coderstrustbd.com এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com