শিরোনাম
এনপিও পুরস্কার পেল বেসিসের ৩ সদস্য কোম্পানি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১১:০৬
এনপিও পুরস্কার পেল বেসিসের ৩ সদস্য কোম্পানি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’ পুরস্কার অর্জন করেছে বেসিসের তিনটি সদস্য কোম্পানি।


শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এই পুরস্কার প্রদান করেছে। বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।


পুরস্কারপ্রাপ্ত বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলো হলো- এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল), ইরা ইনফোটেক লিমিটেড ও ডিভাইন আইটি লিমিটেড।


তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য মাঝারি শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) প্রথম পুরস্কার ও ইরা ইনফোটেক লিমিটেড দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। এছাড়া দেশীয় ইআরপি সফটওয়্যার তৈরিতে বিশেষ অবদান রাখায় ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ডিভাইন আইটি লিমিটেড প্রথম পুরস্কার লাভ করেছে।


এ বিষয়ে বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান বলেন, বেসিসের এই তিন সদস্য কোম্পানির এনপিও পুরস্কার প্রাপ্তি দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য গর্বের। তথ্যপ্রযুক্তি খাতকে আনুষ্ঠানিকভাবে এখনও শিল্প হিসেবে ঘোষণা করা না হলেও, এই পুরস্কার তথ্যপ্রযুক্তি খাতকে শিল্পের মর্যাদা দিয়েছে। আশা করি আগামীতেও সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার প্রতিষ্ঠানগুলো এ ধরণের স্বীকৃতি পাবে।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com