শিরোনাম
মঙ্গলবার থেকে ঢাকায় ‘জাতীয় ইন্টারনেট সপ্তাহ’
প্রকাশ : ২১ মে ২০১৭, ১৪:৩৯
মঙ্গলবার থেকে ঢাকায় ‘জাতীয় ইন্টারনেট সপ্তাহ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের সরকারি বিভিন্ন সেবা, ইন্টারনেটভিত্তিক ব্যবসায়ের প্রচার-প্রসার ও ইন্টারনেট গ্রাহক বাড়াতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘জাতীয় ইন্টারনেট সপ্তাহ’। ঢাকায় বড় এক্সপোসহ বাংলাদেশের সবকটি উপজেলায় পালিত হবে দেশের সর্ববৃহৎ এই ইন্টারনেট উৎসব।


আয়োজনের অংশ হিসেবে আগামী মঙ্গলবার ও বুধবার রাজধানীর ঢাকা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ‘জাতীয় ইন্টারনেট সপ্তাহ ২০১৬’। এতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল, ডিভাইস কোম্পানিসহ ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে নানা আয়োজন।


সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবারের ইন্টারনেট সপ্তাহের আয়োজন করেছে।


মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার এবং ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ্। সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com