শিরোনাম
‘উদ্ভাবনেই গড়ে ওঠবে ডিজিটাল বাংলাদেশ’
প্রকাশ : ২০ মে ২০১৭, ১৯:৪৬
‘উদ্ভাবনেই গড়ে ওঠবে ডিজিটাল বাংলাদেশ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘গত আট বছরে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে যেভাবে এগিয়েছে তাতে বড় অবদান রয়েছে তরুণদের উদ্ভাবনের। তাদের উদ্ভাবনের মাধ্যমেই গড়ে ওঠবে ডিজিটাল বাংলাদেশ। এই তরুণেরাই একদিন ডিজিটাল ইকোনোমিকে রূপান্তর ঘটিয়ে দেশকে শ্রমনির্ভর থেকে প্রযুক্তিনির্ভর করে তুলবে।’


শনিবার বিকেলে রাজধানীর ল্যা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের তরুণদের উদ্ভাবনের বিষয়ে সরকার সবসময়ই আন্তরিক। এ ব্যাপারে যে কোনো উদ্ভাবনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। সরকারের পক্ষ থেকে তরুণদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সহযোগিতা দেয়া হচ্ছে।’


পলক বলেন, ‘সরকার চায় দেশে আগামী ২০২১ সাল নাগাদ ১০০০ উদ্ভাবনের ধারণা তৈরি করতে। সেজন্য তরুণদের উদ্ভাবনী ধারণাকে সহায়তাও করা হচ্ছে। এর ফলে তারা নতুন নতুন উদ্ভাবন করছে। আর এসব উদ্ভাবন দেশকে ডিজিটাল হিসেবে দ্রুত গড়ে তুলছে।’


দেশের উদ্ভাবনকে নিয়ে পরিকল্পনার বিষয়ে পলক বলেন, ‘দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নানাভাবে উদ্ভাবনকে তুলে আনতে নানার কর্মসূচি ও প্রতিযোগিতার আয়োজন করছে। আগামীতে গ্রামীণফোন জিপি অ্যাক্সেলারেটর, মাইক্রোসফট ইমাজিন কাপ, বিভিন্ন হ্যাকাথনসহ নানা আয়োজনকে একটি ছাতার মধ্যে এনে দেশে উদ্ভাবনী ধারণাকে আরও বিস্তৃত করা হবে।


টেলিনর হেলথের সিইও সাজিদ রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এমডি শরিফুল ইসলাম, ডি নেটের প্রাধন নির্বাহী অনন্যা রহমান, গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান, আমরা টেকনোলজির এমডি ও সিইও সৈয়দ ফরহাদ প্রমুখ।


দিনব্যাপী এই অনুষ্ঠানে বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে মাইক্রোসফট। আয়োজন সহযোগী ছিল দ্য ডেইলি স্টার, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ও এসএসডি টেক।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com