শিরোনাম
জরিমানা হচ্ছে গ্রামীণফোনের
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ২৩:১৫
জরিমানা হচ্ছে গ্রামীণফোনের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনুমোদন না নিয়েই ‘গো ব্রডব্যান্ড’ চালুর দায়ে মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনকে জরিমানা করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।


বুধবার সন্ধ্যায় কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, গ্রামীণফোনকে জরিমানা করা হবে। তবে এখনও টাকার পরিমাণ নির্ধারিত হয়নি।


তিনি বলেন, অনুমোদনহীনভাবে গ্রামীণফোনের ‘গো ব্রডব্যান্ড’ সেবা চালু এবং এই বিষয়ে অভিযোগ আসা এবং তদন্তে তা প্রমাণিত হওয়ায় অপারেটরটিকে জরিমানা গুনতে হবে।গ্রামীণফোনের সঙ্গে তাদের ‘গো ব্রডব্যান্ড’ সেবায় পার্টনার প্রতিষ্ঠান ছিল এডিএন টেলিকম ও অগ্নি সিস্টেমস।


জানা গেছে, বুধবার বিটিআরসির কমিশন বৈঠকে গ্রামীণফোনের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত হয়েছে এবং এই সেবার পার্টনার প্রতিষ্ঠান এডিএন টেলিকম ও অগ্নি সিস্টেমসকে সতর্ক করে দেয়া হবে অল্প টাকা জরিমানা করে। তবে গ্রামীণফোনের জরিমানার অংক কয়েক কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।


গ্রামীণফোনের এই অনিয়মের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি বিটিআরসিতে অভিযোগ জানায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। গত ৩০ মার্চ বিটিআরসি এ বিষয়ে ব্যাখ্যা দিতে ১৩ এপ্রিল পর্যন্ত সময় দেয় গ্রামীণফোনকে। কমিশন ওই চিঠিতে গ্রামীণফোনের কাছে ৬টি বিষয়ে ব্যাখ্যা জানতে চায়।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com