শিরোনাম
ঘরে বসেই অনলাইনে সহজে হোটেল বুকিং সেবা
প্রকাশ : ০৬ মে ২০১৭, ১২:৩৮
ঘরে বসেই অনলাইনে সহজে হোটেল বুকিং সেবা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভ্রমণপিপাসুদের জন্য অনলাইন হোটেল বুকিং সহজ করেছে অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফম জোভাগো ডটনেট। ওয়েব বা অ্যাপ ব্যবহার করে খুব সহজেই দরকারি হোটেল বুকিং দেওয়া যায়।


জোভাগো ডটনেট সাইট থেকে কিংবা স্মাটফোনে জোভাগোর অ্যাপ ডাউনলোড করে এ সেবা পেতে পারেন বিনা মূল্যে।


জোভাগোতে বাংলাদেশের সব এলাকার গুরুত্বপূণ হোটেলের তথ্য রয়েছে। সহজেই সেগুলোতে বুকিং দেওয়া যায় ঘরে বসে। এখানে হোটলের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য রয়েছে।


জোভাগো বাংলাদেশের প্রধান নিবাহী কায়েস আলী বলেন, ‘আমাদের হোটেল বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ দেশের পর্যটকদের দেশে এবং দেশের বাইরে সহজ ও আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা দেয়া এবং দেশের মানুষকে সহজে অনলাইন সেবা দিয়ে দেশকে ডিজিটাল হতে সাহায্য করাই আমাদের লক্ষ্য।’


জোভাগো কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে হোটেল বুকিং সেবা দিয়ে পর্যটক আকর্ষণ ও পর্যটনখাতকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জোভাগো। বাংলাদেশের প্রায় সব জেলা থেকে গুরুত্বপূর্ণ এ সেবা পাওয়া যায়।


কায়েস আলী বলেন, ‘কোথাও যাওয়ার পূর্বেই যাতে থাকার জায়গা, যোগাযোগ ব্যবস্থা, খাবার, আকর্ষণীয় জায়গার বর্ণনা, কার্যক্রম ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে পরিকল্পনা করে যেতে পারেন সে সুবিধা দিচ্ছে জোভাগো।’


তিনি আরো বলেন, ‘অ্যাপটি চালু করে ব্যবহারকারী কোথায় হোটেল বুকিং নিতে চান সেই তথ্য দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় হোটেলের তালিকা ও মূল্য প্রদর্শিত হবে। হোটেল রুমের উচ্চ রেজুলেশনের ছবিও দেখা যাবে অ্যাপটির সাহায্যে। ফলে ব্যবহারকারীরা আগে থেকে ধারণা নিতে পারবেন রুমটি সম্পর্কে। এরপর সেখান থেকে বুকিং অপশনে এক ক্লিক করেই বুকিং করা করা যাবে পছন্দ অনুযায়ী রুম।’


বিস্তারিত জানতে যেতে হবে : https://www.jovago.net/?gclid=Cj0KEQjwxbDIBRCL99Wls-nLicoBEiQAWroh6s2SAsZUywyfA2u536kpoisA48Kx1QDmnAxFN26RRQ8aAtqr8P8HAQ এই লিংকে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com