শিরোনাম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টেলিটক কর্মচারীদের কর্মবিরতি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:৪৭
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টেলিটক কর্মচারীদের কর্মবিরতি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শতভাগ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সারা দেশের টেলিটকের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন।


সোমবার ঢাকার গুলশানস্থ টেলিটকের প্রধান কার্যালয়ে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়।


টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টেওয়া) সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ বিভিন্ন টালবাহনা করতে থাকায় ২১ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করে কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর আশ্বাসে ২৩ আগস্ট কর্মবিরতি প্রত্যাহার করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের একটি প্রতিনিধি ওই দিনই প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী বেতন ভাতা শতভাগ বৃদ্ধির সিদ্ধান্ত নেন।


কিন্তু প্রতিমন্ত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে টেলিটকের পরিচালনা পর্ষদ ৫০% বেতন বৃদ্ধির (বাস্তবে গড়ে ২৫%) সিদ্ধান্ত নেয়। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা অনুমোদিত বেতন কাঠামো প্রত্যাখ্যান করে প্রতিমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানায়। কিন্তু টেলিটক কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগ না নেয়ায় বাধ্য হয়ে আবারো কর্মবিরতি শুরু করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।


বিবার্তা/বিজ্ঞপ্তি/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com