শিরোনাম
৩ জিবি র‌্যামের স্মার্টফোন আনলো রিল্যায়েন্স রিটেল
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১১:৪৮
৩ জিবি র‌্যামের স্মার্টফোন আনলো রিল্যায়েন্স রিটেল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বাজারে উন্মুক্ত হলো বহু প্রতিক্ষীত Lyf F1 স্মার্টফোন। ফোনটি বাজারজাত করেছে রিল্যায়েন্স রিটেল৷ ১৩,৩৯৯ টাকার অত্যাধুনিক এই স্মার্টফোনটি এবার থেকে রিল্যায়েন্সের যেকোন ডিজিটাল স্টোরেই পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা৷


হ্যান্ডসেটটির সঙ্গে ৩,০০০ টাকার মূল্যে ব্লুটুথ বিনামূল্যে দেয়া হচ্ছে। সিটিব্যাঙ্ক কার্ডহোল্ডারদের জন্য রয়েছে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক অফার এবং ১৫ হাজার টাকার রিল্যায়েন্স রিটেল গিফট ভাউচারও দেয়া হচ্ছে।


রিল্যায়েন্সের এই মোবাইলটিতে রয়েছে বেশ কয়েকটি নতুন ফিচার্স যার মধ্যে অন্যতম হচ্ছে ‘স্মার্ট রিং’৷ এর সাহায্যে ফোনটি সাইলেন্ট মোডে থাকলেও আপনি খুব সহজেই ফোনটি লোকেট করতে পারবেন৷ অন্যদিকে স্মার্ট প্লে ফিচার্সের সাহায্যে আপনি স্ক্রিন থেকে চোখ সরালেই ফোনের ভিডিওটি বন্ধ হয়ে যাবে৷


এছাড়া Lyf F1 স্মার্টফোনে রয়েছে ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো)৷ ফোনটিতে রয়েছে অ্যান্ড্রোয়েড ৬.০.১ মার্শমেলো ও ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ১০৮০x১৯২০ পিক্সেল ডিসপ্লে এবং কর্নিং গোরিলা গ্লাস৷ সাথে রয়েছে ৩ জিবি র‌্যাম৷ ছবি তোলার জন্য রয়েছে পেছনে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷


এছাড়া ইনবিল্ট ৩২ স্টোরেজ, ফোরজি ভোল্ট সাপোর্ট ছাড়াও ফোনে রয়েছে ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন ব্লুটুথ ভি৪.১ মাইক্রো- ইউএসবি, জিপিআরএস ও ৩.৫ এমএম অডিও জ্যাক কানেক্টিভিটি অপশন৷ যেকোনো ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাটারি। সেদিকেও খেয়াল রেখেছে সংস্থা। ফোনে দেয়া হয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি৷


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com