হাতির জীবন বাঁচাল এআই ক্যামেরা!
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:০২
হাতির জীবন বাঁচাল এআই ক্যামেরা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত ৮ ডিসেম্বর ভারতের উড়িষ্যা রাজ্যে একপাল হাতির জীবন বাঁচিয়েছে এআই ক্যামেরা।


উড়িষ্যার রৌরকেলায় একপাল হাতি রেলওয়ে ট্র্যাকের দিকে এগিয়ে আসছিল। ঠিক সে সময়ই সেখানটায় এগিয়ে আসছিল একটি ট্রেনও। ফলে চলন্ত ট্রেনের সাথে হাতির পালের মারাত্মক দুর্ঘটনার জোরালো হয়েছে এমন বেশ কয়েকটি বিষয় নিয়ে কাজ করছে যেখানে না চাইতেও সম্ভাবনাই তৈরি হয়েছিল। অবশ্য এ যাত্রায় শেষ রক্ষা হয়েছে।


রেলওয়ে ট্র্যাকের পাশে লাগানো বন বিভাগের উন্নত এআই ক্যামেরার বদৌলতে বিষয়টি আগেভাগেই নজরে আসে বন বিভাগের কর্তাদের। তৎক্ষণাৎ রেলওয়ের কনট্রোল রুমকে বিষয়টি অবগত করেন তারা। ফলে কোনো দুর্ঘটনা ঘটার আগেই চলন্ত ট্রেনটিকে থামানো হয় এবং হাতির পালকে রক্ষা করা সম্ভব হয়।


মূলত বন বিভাগের স্থাপন করা এআই প্রযুক্তির উন্নত ক্যামেরা সিস্টেমের কল্যাণেই দ্রুততার সাথে কাজ করতে সক্ষম হয় বন বিভাগ ও রেলওয়ের কর্তারা।


ঘটনাটির বিস্তারিত বিবরণ জানিয়ে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন বন বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা সুশান্ত নন্দা। ভিডিওটি দ্রুতই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। ভিডিও’তে দেখা যায়, একপাল হাতি হেঁটে রেলওয়ে ট্র্যাকের দিকে যাচ্ছে।


নিজের পোস্টে সুশান্ত নন্দা জানিয়েছেন যে, এআই ক্যামেরা রেললাইনের কাছাকাছি আসা হাতির পালকে সনাক্ত করে এবং ট্রেন থামানোর জন্য কনট্রোল রুমে সতর্কবার্তা পাঠায়। আমরা খুশি যে, ট্র্যাকের পাশে ক্যামেরা স্থাপনের উদ্যোগ কাজে এসেছে। ট্র্যাকের পাশে স্থাপন করা ৪টি ক্যামেরা সমস্যা সমাধান করেছে।


হাতিদের জীবন বাঁচানোর এই ঘটনা নিশ্চিতভাবে এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এআই প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন এবং এর নিত্যনতুন ব্যবহারের গুরুত্বকে আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এআই-এর এমন মানবিক ব্যবহার।


তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com